সাহিত্য ও কবিতা

হাফ সেঞ্চুরি |||| বিশ্বজিৎ মানিক


হাফ সেঞ্চুরি |||| বিশ্বজিৎ মানিক

বিশ্বজিৎ মানিক নামের – পাড়া গাঁয়ের ছেলে

অসময়ে ক্ষিদে পেলে – জল খায় গিলে।


বিচার অঙ্গনের, হলো এক – ছোট অফিসার

সই স্বাক্ষর, যা-ই করে – সবই ‘ বাই অর্ডার ‘।


নিজ ক্ষমতায়, কিছু কাজ – আছে বৈকি তার

আইনসিদ্ধ এগুলো আবার – ‘ ডেলিগেটেড পাওয়ার ‘।


সরকারি চাকরিতে, হলো তার – আটত্রিশ বয়স

পড়ন্ত বিকেলে, এসে পেলো – কবিতায় রস।


সিবিএনএ ছেপে দিলো – কবিতা তার পঞ্চাশ

পচাত্তর লেখা হলো – মনো মাঝে উচ্ছ্বাস।


কানাডায় প্রকাশিত – বাংলা এই পত্রিকা

নাম খুব কামিয়েছে – ইউরোপ ও আমেরিকা।


ধন্যবাদ জ্ঞাপন করে – সিবিএনএ’র প্রতি

লেখা ছাপা করে লেখার – বাড়িয়েছে গতি।


করোনার অবসরে – লেখা কিছু হয়

আগে হতো, প্রবন্ধ লেখা – নিয়মিত নয়।


কবিতার হাতেখড়ি – করোনার কালে

নিরবে তা লেখা হয় – সকাল ও বিকেলে।


প্রবন্ধের পাশাপাশি – যদি লেখা হতো

কবিতার সংখ্যা এখন – কতো হয়ে যেতো।


ভালোমন্দ বিচার হলো – পাঠকের কাছে

কদাচিত নিজের ভুল – নিজে বুঝা গেছে।


আলোচনা, সমালোচনায় – সাদর  সম্ভাষণ

দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া – হবে বিলক্ষণ।


পুলক বড়ুয়া নামে – আছেন এক কবি

খোকা বাবুর দেখা হয় – কবিতায় ছবি।


বিষয় ভিত্তিক, লেখা তিনি – লিখেন বেশ ভালো

তাঁর লেখা, পড়ে খোকার – মনে জ্বলে আলো।


কবিতাতেই, তাঁর সাথে – খোকার পরিচয়

বৃহত্তর চট্টগ্রামে বাড়ি – হবে নিশ্চয়।


থাকা হয়, এখন তাঁর – রাজধানী ঢাকায়!

অগ্নিশিখা বিচ্যুরিত – হয় তাঁর লেখায়।


পত্রিকাটি, হয়ে গেছে – জনপ্রিয় বেশ

নিয়মিত প্রকাশিত – খুব ভালো সন্দেশ।


কলাকুশলীদের আমি – কৃতজ্ঞতা জানাই

উপযুক্ত মনে হলে – থাকে যেন ঠাই।


০৬/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন