জানাজার সময় নড়ে উঠলেন ‘মৃত’ ব্যক্তি
আব্দুল হাফিজ (৩৮)। থাকেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে। বৃহস্পতিবার সকালে ধান মাপতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর স্থানীয় বাজারে একজন পল্লি চিকিৎসকের কাছে নিলে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। তখন হাফিজের হৃৎপিণ্ড কাজ করছিল না। তাই অনেকক্ষণ পরীক্ষা করে হাফিজকে মৃত ঘোষণা করা হয়। এরপর দিনব্যাপী তাঁকে শেষ বিদায়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবার। তাঁর জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয় আসর নামাজের পর।
অবিশ্বাস্য এক ঘটনা ঘটে জানাজা নামাজের সময়। স্থানীয় মসজিদের মাঠে জানাজার সময় অনেকেই শেষ বারের মতো আব্দুল হাফিজকে দেখতে চান। মুখের ওপরের কাপড় সরানোর পর দেখা যায় তাঁর মুখ দিয়ে লালা ঝরছে। শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। পরে তাঁকে দ্রুত স্থানীয় নোয়াখালী বাজারের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।
জানাজায় উপস্থিত জামলাবাজ গ্রামের কয়েকজন বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান