কানাডার সংবাদ সোশ্যাল মিডিয়া

৫২-এর ভাষা শহীদদের স্মরণে প্রবাসীদের গর্ব কানাডায় শহীদ মিনার

কানাডার টরন্টোর বুকে ( ডেন্টোনিয়া পার্কে )স্থায়ী শহীদ মিনার তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

৫২-এর ভাষা শহীদদের স্মরণে প্রবাসীদের গর্ব কানাডায় শহীদ মিনার  ।। সন্তোষ মল্লিকের ফেসবুক থেকে

কানাডায় নিজ বাড়ির আঙিনায় লাগানো গাছটি কাটতে গেলেও সরকারের অনুমতি লাগে ,নিজের বাসাবাড়ি সংস্কার করতে গেলে সরকারের অনুমোদন ছাড়া কিছু করা যায় না ।রান্না করার সময় গন্ধে প্রতিবেশী বিরক্ত হয়ে যদি পুলিশের কাছে অভিযোগ করেন তবে পুলিশ এসে রান্না বন্ধ করে দিবে, অর্থাৎ এখানে কাউকে বিরক্ত করার অধিকার কারো নেই ।

কানাডার টরন্টোর ( ডেন্টোনিয়া পার্কে )স্থায়ী শহীদ মিনার-এর ডিজাইন


এখানে কোন উন্মুক্ত দোকানপাট নেই ,নদীতে মাছ ধরতে গেলে লাইসেন্স বাধ্যতামূলক,আইনের দিক দিয়ে এতো কড়াকড়ির দেশে কিছু অদম্য বাংলাদেশি কানাডিয়ানদের উদ্দ্যোগে কানাডায় এই প্রচন্ড শীতের মধ্যেও প্রতিবছর অস্থায়ী শহীদমিনার , স্মৃতিসৌধ নির্মাণ করে জাতীয় শহীদ দিবস ,স্বাধীনতা দিবস, বিজয় দিবস,পহেলা বৈশাখ পালন করা হয়।মধ্যরাতে জাতীয় দিবসগুলো পালনকরা হয় বলে এলাকায় বসবাসকারী অন্যন্য সম্প্রদায়ের শান্তি বিঘ্নিত হয় বলে সরকারের কাছে অনেক নালিশ করেছে কিন্ত সরকার আমাদের দাবী মেনে নিয়েছেন ,এখন জাতীয় দিবস গুলোতে মাইনাস -২০ ডিগ্রী তাপমাত্রার মধ্যেও শত শত বাঙালিদের সাথে স্থানীয় মেয়র, এমপিগণ, ওয়ার্ড কমিশনারগণ সরাসরি অংশগ্রহণ করেন । শেষপর্যন্ত সেই সকল অদম্য কানাডিয়ান বাংলাদেশিদের উদ্দ্যোগে অনেক বছর সরকারের সাথে দেনদরবার করে কোটি টাকা ব্যয়ে কানাডার টরেন্টোর বুকে ( ডেন্টোনিয়া পার্কে )স্থায়ী শহীদ মিনার তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে যা দেখে সত্যি আমি অভিভূত । অশেষ ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি এই ইতিহাস সৃষ্টিকারী স্থাপনাটির সাথে সংশ্লিষ্ট সকলকে ।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন