জীবন ও স্বাস্থ্য

করোনাভাইরাস: এবং  অনুজীব ২০২০ সাল বিশ্বব্যাপীই আতংক 


করোনাভাইরাস: এবং  অনুজীব ২০২০ সাল বিশ্বব্যাপীই আতংক 

বিদ্যুৎ ভৌমিক,  সিবিএনএ নিউজ ডেস্ক, কানাডা ।। বৈশ্বিক মহামারী করুনা ভাইরাস  সাড়া বিশ্বজুড়ে বর্তমানে একটি বহুল আলোচিত আশংকা , উৎকন্ঠা ও  বহুল আলোচ্য বিষয়। কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।  এই ভাইরাস যত সহজে বা যত দ্রুত সংক্রামিত হতে পারে, অন্য অনেক ভাইরাসই তা পারে নাই অতীতে । সহজে সংক্রামিত হওয়ার এই ক্ষমতা সহ নিজের প্রতিরূপ তৈরি করে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারা— এটাই  করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক দিক । অতীতে কোনও মহামারী ভাইরাস সারা বিশ্বের সকল দেশের ও অঞ্চলের মানুষের মধ্যে এমন ভয়াবহ আশংকা ও উৎকন্ঠা ছড়ায়নি তারপরও কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।  ২০২০ সাল বছরজুড়ে করোনাভাইরাসের তাণ্ডবই ছিল মূল আলোচ্য বিষয়। বিশ্বনেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ, columnist, social media , electronic media, সংবাদপএ, টিভি, গবেষক, বিজ্ঞানী, তারকা, —সবার কপালেই করোনা ফেলেছে চিন্তার ভাঁজ । করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিই যেন স্হবির হয়ে পড়েছে । করোনা পরিস্থিতিতে ২০২০ সালের প্রবৃদ্ধি নিয়ে খারাপ খবর দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতি হবে, এর আর্থিক জের ১২ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আভাস দিয়েছে আইএমএফ। এক ট্রিলিয়ন সমান এক হাজার বিলিয়ন ডলার । এক  বিলিয়ন ডলার সমান একশত কোটি ডলার ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে ২১৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে মোট সনাক্তের সংখ্যা হল  ৮  কোটি ৩১ লাখ ৮৪ হাজারের অধিক । মাএ ৫ দিনের মধ্যে বিশ্বে করোনায় মোট সনাক্ত সংখ্যা বেড়েছে ২৫ লাখের অধিক মানুষ এবং ৫ দিনেই  বিশ্বে মৃত্যু করোনা কেড়ে নিল ৫০ হাজার মানুষের  মূল্যবান জীবন। করোনায় বিশ্বে বর্তমানে মৃত্যু সংখ্যা ছাড়াল ১৮ লাখ ১৪ হাজারের অধিক মানুষ। বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫  কোটি ৮৯ লক্ষ ৬৩ হাজারের অধিক মানুষ । ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হল যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন । বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর এ দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ৭৯৪ জন। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন এবং ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৬০ হাজার ২৮০ জন । তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার বৃহওম দেশ ব্রাজিলে করোনায় ৭৬ লাখ ১৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯৪০ জন  এবং ব্রাজিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭  লাখ  ৭ হাজার ৭৮১ জন । চতুর্থ অবস্থানে থাকা আয়তনে বিশ্বের বৃহওম দেশ রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ লাখ ৫৯ হাজার  ২৯৭ জন,  এ পর্যন্ত রাশিয়ায় মারা গেছেন ৫৭ হাজার ১৯ জন এবং রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ৩৪০ জন । পঞ্চম স্থানে থাকা পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে এ পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ২৬ লাখ  ৪৯৮ জন। এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৮১ জনের এবং ফ্রান্সে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫ জন । ৬ষ্ঠ স্হান যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে দাড়িয়েছে ২৪ লক্ষ ৩২ হাজার ৮৮৮ জন এবং যুক্তরাজ্যে মৃতের সংথ্যা বেড়ে দাড়িয়েছে ৭২ হাজার ৫৪৮  জন। ৭ম  স্হান  তুরস্কে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে  ২১ লক্ষ ৯৪ হাজার ২৭২ জন,  তুরস্কে   এ পর্যন্ত করোনায় মারা গেছে ২০ হাজার ৬৪২ জন এবং এ পর্যন্ত  তুরস্কে সুস্থ হয়েছেন  ২০ লক্ষ ৭৮ হাজারের অধিক মানুষ। ৮ম স্হান ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ লক্ষ ৮৩ হাজার ৬৮৯ জন  , ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ হাজার ৬০৪  জন এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৫ হাজারের অধিক মানুষ। ৯ম  স্হানে রয়েছে স্পেন । স্পেনে এ পর্যন্ত মোট সনাক্ত হয়েছে ১৯ লক্ষ ২১ হাজারের অধিক মানুষ, স্পেনে মারা গেছেন এ পর্যন্ত ৫০ হাজার ৬৮৯ জন । ১০ম  স্হান   ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে  এ পর্যন্ত  সনাক্ত হয়েছে ১৭ লক্ষ ১৯ হাজার ৮২৯ জন,  জার্মানিতে মৃতের সংথ্যা ৩৩ হাজার ৪৮৬জন  এবং জার্মানিতে সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৩ হাজারের অধিক মানুষ । ২৬তম  স্থানে থাকা আয়তনের দিক থেকে পৃথিবীর ২য় বৃহওম দেশ ক্যানাডায় করোনায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৯৮২ জন মানুষ । এ পর্যন্ত ক্যানাডায় মারা গেছেন ১৫ হাজার ৪৭২ জন এবং এ পর্যন্ত কানাডায় সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৮৩ জন । বিশ্বে সনাক্তের দিক দিয়া ২৭তম স্থানে থাকা বাংলাদেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ৭ হাজার ৫৫৯ জন এবং বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

শীতকালে করোনারসংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বিধিনিষেধ কঠোর হয়েছে এশিয়া, ইউরোপ, উওর ও দক্ষিন আমেরিকা ও অষ্ট্রেলিয়ায়। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হয়েছে ক্যুইবেক সহ কানাডার বিভিন্ন প্রদেশে । উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় । হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে  রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ফাইজার-বায়োএনটেক,মডারনার ভ্যাকসিন  দেওয়া  শুরু হয়েছে কানাডা, আমেরিকা, বৃটেন, ইউরোীয়ান ইউনিয়ন,  মধ্যপ্রাচ্য সহ, অনেক দেশে ডিসেম্বর মাস থেকেই । আরো অনেক দেশে জানুয়ারীতে  vaccine দেওয়া শুরু হবে । চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এত দ্রুত ভ্যাকসিন তৈরি এবং মানবদেহে প্রয়োগের এমন নজির আর নেই । বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ফাইজার-বায়োএনটেক,মডারনা ও এট্রোজেনেকা ও Oxford University কর্তৃক তৈরী Vaccineগুলো সবচেয়ে কারযকরী এবং মানুষের আস্হা অর্জন করতে সক্ষম হয়েছে ।ভয় নয়, সচেতনতাই করোনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ । আমাদের নিরাপদে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন,   বাইরে চলাফেরার সময় আমরা প্রতিটি ব্যক্তি যদি মুখে মাস্ক ব্যবহার করি ও সাবান, পানি বা Hand sanitizer দিয়ে বারবার হাত ধোওয়ার চর্চা আয়ত্ত করি, আর যদি  ছয় ফুট দূরত্ব বজায় রাখতে পারি তাহলে, অন্তত ৮০-৯০ ভাগ ঝুঁকি কমানো সম্ভব হবে । সবাই সুস্হ থাকুন, ভাল থাকুন ও স্বাস্হ্য বিধি মেনে চলুন। এখন মানুষের হৃদয়ের একমাএ প্রত্যাশা ও দাবী, কত তাড়াতাড়ি মানুষের জীবনে  স্বস্তি ফিরে আসবে এবং জীবনযাত্রা স্বাভাবিক হবে। সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষ কিন্তু এগিয়ে চলার সপ্ন ও আশা দিয়েই বেঁচে থাকে । ২০২১ সাল বিশ্ব করোনামুক্ত হয়ে অর্থনৈতিক উন্নতির চাকা গতিশীল হবে এবং দিকে দিকে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে- এ প্রার্থনা ও প্রত্যাশা করছি সর্বান্তকরণে ।

তথ্য: ওয়ার্ল্ডোমিটার ( Worldometer )

কানাডা :৩১ ডিসেম্বর ২০২০ সকাল ৬ টা; বাংলাদেশ: ৩১ ডিসেম্বর ২০২০ সন্ধা ৫ টা


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন