ফিচার্ড সাহিত্য ও কবিতা

অমিতাভ সরকার-এর দু’টি কবিতা

অমিতাভ সরকার-এর দু’টি কবিতা
——————————————————————–
১. নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা

ফুঁ  দিচ্ছি জোরে,আর একটু জোরে,
আরো একটু;
 ফাটছে কই!
 বেলুন আকাশে উড়ে ওইদূরে ভেসে চলে দূর অজানায়।

অক্সিজেনের গাড়ী সার বাঁধা সিনেমার বড় পর্দায়।
মুখ ঢাকা পৃথিবী  দেখানদারির বাঁধা খোলসে।
দর্শক একে একে আসছে।
একটু বাদেই শুরু রঙখেলা গভীর এ ছাদে।

ঈদের চাঁদের চোখ জল ভাসে
বিদায়ের শেষ জ্যোৎস্না।
আর কি দেখা হবে?
————————————————————————–
২. অনলাইন ২৪x৭ টোল ফ্রি

আজকে গরম যেন বেশিটা।
ছবি সব জল মাখা শরীরে
ব্যাগজামা  জমা মন-আলনা
মশা মাছি কাছাকাছি প্রেমালাপ;
হয়ত না বলা কথা গভীরে।
ভিতরের কথা সে কি বোঝা যায়?


ক্লাসঘর এ জীবন জানলা
ইট কাঠ চুন রোদ হাওয়া খায়।
সবটা আসলে বেশ একলা।
চলাচলে দোলাচল জীবন আজ
চক ডাস্টার দূর খেলনা;
দেখাশুনো ধরাছোঁয়া কবেকার।
জীবন বই এর পাতা ফেলনা।


অদ্ভুত এ ইস্কুল দরজা।
কাকে কার ভালো লাগে কে জানে।
কার সাথে কার দেখা কবেকার।
কথা শোনা দিন গোনা এখানে।


আকাশ বন্দী  ঘর নির্জন,
নীল সে স্ক্রিনের আলো ছবি পায়;
দিনরাত মাথা গোঁজা এ জীবন।
সবটা পাওয়ার পাওয়া এখানে।


কার সাথে ভালোবাসা ভাবা যায়
মন নিজে সব সেও বোঝে না।
আসলে মজুত সব দোকানে
ছোঁয়াতেই পেলে কেউ খোঁজে না।


তবুও স্কুলের ব্যথা রয়ে যায়।
দেখাশোনা ছুঁতে চাওয়া এ শরীর,
মনটা যে ঢাকা পড়া পোশাকি
চিন্তাটা বেশ তাই সুগভীর।


বেশি  ভাবা তবু আজ  অকাজে;
সময়ের দাম আজ বেশিটাই।
মুখ দেখা  দেখানো সে যে মাঝে;
তারপর যে কে সেই এভাবে।


দেখানো সে বেশিটাই বেশ বেশ।
হয়তো বা তাতে জল মেশানো।
লেবুজলে জলভাত গরমে
গরমের গরমিল এ জীবন;
বেশি ভেবে আর কিছু লাভ আছে!


————————————————————————–


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন