মৌলভীবাজার প্রতিনিধি/ ৭ এপ্রিল ২০২১।দেশে কোভিড-১৯ সক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও ২য় ঢেউয়ে এসেও মানুষের মধ্যে আতংকের কোন ছাপ নেই। সাথে মাস্ক থাকলেও হচ্ছেনা সঠিক ব্যবহার। সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পরও মানা হচ্ছে না নিয়ম-নীতি। ব্যবসা প্রতিষ্ঠান সহ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের মধ্যে সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পথচারী ও শ্রমজীবিদের মাঝে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় পৌর এলাকার ভানুগাছ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়ে ৪ শতাধিক পথচারী, শ্রমজীবি ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।
কোভিড-১৯ ২য় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে রিপোর্টার্স ইউনিটির এ কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সোহেল রানা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমলগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক- নির্মল এস. পলাশ, সাবেক সম্পাদক আসহাবুজ্জামান শাওন, যুগ্ম সম্পাদক- আহমেদুজ্জামান আলম, সাবেক কোষাধক্ষ্য আর.কে সৌমেন, বর্তমান কোষাধক্ষ্য- আব্দুল বাছিত খান, প্রচার সম্পাদক- আশরাফ সিদ্দীকি পারভেজ, সদস্য- মোনায়েম খান, নাঈম আলী, সুমন আহমেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সহ-সভাপতি- প্রনীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, সাধারণ সম্পাদক- মোস্তাফিজুর রহমান, সাংবাদিক- সাজিদুর রহমান সাজু, সজীব দেবরায়, সাদিকুর রহমান সামু, অমিত ধর, রাকেল আনসারী, আলম্গীর হোসেন প্রমুখ।
রাজু দেশোয়ারা’র লেখা “বঙ্গবন্ধু ও বাংলাদেশের চা শিল্প” | পিকলু প্রিয় বাংলাদেশের যত ধরণের শিল্প রয়েছে তার মধ্যে অন্যতম শিল্প হচ্ছে চা। উনিশ শতকের শুরুতে বাংলাদেশের চা শিল্পের বিকাশ ঘটে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে বেড়ে উঠা পিতা শ্রীজনম দেশোয়ারা রাষ্ট্রীয় স্বীকৃীতপ্রাপ্ত একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মা শ্রীমতি ফুলবাসিয়া দেশোয়ারা। রাজু দেশোয়ারা ঢাকা […]
থিম্মাক্কা, পূজনীয়াসু |||| পুলক বড়ুয়া কর্ণাটক যাইনি কন্নড় ভাষা জানি না তোমার গুব্বি তালুকের কথা শুনেছি মাত্র তোমার স্বামী চিক্কাইয়া, তুমি থিম্মাক্কা— দিন আনি দিন খাও : দিনমজুর তোমরা পঁচিশ বছর বন্ধ্যা : তোমরা সমাজচ্যুত হলে সেই ‘দোষে’— নিঃসঙ্গ তোমাদের দুজনকে এক ঘরে করে দিল ওরা কী নিষ্ঠুর, পাষন্ড পৃথিবী—তথাকথিত দুনিয়া পুরাতন সমাজ ব্যবস্থা, পুরনো […]
সংঘর্ষ থামাতে গিয়ে বোন-দুলাভাইয়ের সঙ্গে প্রাণ যায় তরুণীর সিবিএনএ অন লাইন ডেস্ক/ ২৩ এপ্রিল ২০২১ | মাদক সেবন নিয়ে চলা পারিবারিক কলহের জের ধরে দা ও বটি নিয়ে সংঘর্ষে জড়ান নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম। একজন আরেকজনকে এলোপাথাড়ি কোপাচ্ছে দেখে মাঝখানে দাঁড়িয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন। বোন-দুলাভাইয়ের দুজনের […]