Uncategorized

কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও সাবান বিতরণ

কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও সাবান বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি/ ৭ এপ্রিল ২০২১।  দেশে কোভিড-১৯ সক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও ২য় ঢেউয়ে এসেও মানুষের মধ্যে আতংকের কোন ছাপ নেই। সাথে মাস্ক থাকলেও হচ্ছেনা সঠিক ব্যবহার। সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পরও মানা হচ্ছে না নিয়ম-নীতি। ব্যবসা প্রতিষ্ঠান সহ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের মধ্যে সচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পথচারী ও শ্রমজীবিদের মাঝে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় পৌর এলাকার ভানুগাছ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়ে ৪ শতাধিক পথচারী, শ্রমজীবি ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।

কোভিড-১৯ ২য় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে রিপোর্টার্স ইউনিটির এ কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সোহেল রানা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমলগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক- নির্মল এস. পলাশ, সাবেক সম্পাদক আসহাবুজ্জামান শাওন, যুগ্ম সম্পাদক- আহমেদুজ্জামান আলম, সাবেক কোষাধক্ষ্য আর.কে সৌমেন, বর্তমান কোষাধক্ষ্য- আব্দুল বাছিত খান, প্রচার সম্পাদক- আশরাফ সিদ্দীকি পারভেজ, সদস্য- মোনায়েম খান, নাঈম আলী, সুমন আহমেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সহ-সভাপতি- প্রনীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, সাধারণ সম্পাদক- মোস্তাফিজুর রহমান, সাংবাদিক- সাজিদুর রহমান সাজু, সজীব দেবরায়, সাদিকুর রহমান সামু, অমিত ধর, রাকেল আনসারী, আলম্গীর হোসেন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন