ফিচার্ড সাহিত্য ও কবিতা

রঞ্জনা রায়-এর এক গুচ্ছ কবিতা

রঞ্জনা রায়-এর এক গুচ্ছ কবিতা
—————————————————–

১. আনন্দের উজানে


কখনো কখনো দুরন্ত ঝড় ওঠে

দিনের তপস্যা রজনীগন্ধা আলোয়

নিরন্তর খুঁজে চলে বকের ডানায়

পারাদ্বীপের মেঘলা নির্জন ছায়া ।

 প্রতিটি রাতের আদিম শিহরণে

সেই কালবৈশাখীর জন্ম জঠরে

বাউলিয়া রসের আকণ্ঠ উত্তাপ ।

নীরব প্রার্থনার মত ভোর হয় ,

দুটি পথিকের দুটি পথ যেন

মিলন উচ্ছ্বাসে জীবনের সমকোণে

এক হয়, আলো–আঁধারের মায়ায় 

মেঘবতী অতল সাগর সঙ্গমে 

 দিনান্তের অবসরে বিদ্যুৎ চমকায়,

একতারার সুরে উদাসী বিহঙ্গ–মন

জ্যোৎস্নার ভেলায় ভেসে যায়

দরিয়ায় চির আনন্দের উজানে ।

—————————————————————-

 ২.  বোমারু বিমান


নির্জনতার অন্ধকারে ডুবে যায় পশ্চিমের সূর্য

চোরাবালির শরীরে মধ্যযামের

     অশান্ত আশাবরী ।


সম্পর্কের ঘন বুনট জালি হয়ে ছিড়ে যায়

বউ কথা কও কেন ডাকে

      ফুটন্ত শিউলি ফুলের মাঝে ?


 শব্দেরা হারিয়ে ফেলেছে তাদের গন্তব্য

মায়াহীন ছায়াহীন বালিয়াড়ি জুড়ে

নিঃস্ব শব্দেরা ঘুরে বেড়ায়

     অর্থহীনতার তুঘলকী সাজে ।

 বরফ অনুভবে ভালবাসা আজ

 নিছক শব্দছকের মজাদার খেলা ।


ঘরখোঁজা শিশুদের কান্নার বারুদে

  প্রচণ্ড বিস্ফোরণ –

   কলরব শুধু শব্দময় কলরব ।


 এখনও আকাশে বোমারু বিমানেরা

  নিশ্চিন্ত নিশানাবাজির নেশায়

  তীব্রতর – তীব্রতম …

————————————————————————-

৩. মিছিলে হেঁটেছি


 জন্ম থেকে আজ – এক বিমূর্ত সময়

মিছিলে চলেছি  হেঁটে –

    মুখোশের সাথে মুখোশের অন্বয় ।


এখানে স্বার্থ পারদে মাপা হয়

    ভালবাসার হার্দিক উত্তাপ

জানি না কেন যান্ত্রিক সংলাপে

 খুঁজি মানবিক শুদ্ধ আলাপ !


দিন যায় রাত আসে ,

        শরীরে জাগে শরীরের কামনা 

    মন এক অর্থহীন ছেঁড়া চিঠি

        ঠিকানার খোঁজে নির্বোধ কল্পনা ।


অন্ধও আলো খোঁজে চির অজানিত দৃশ্যের পরপারে

  আমিও খুঁজি একটি মানুষগন্ধী মন

মিছিলে, চলমান মুখোশ-শরীরে।



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন