অবশেষে যেটুকু লেখা: ।।।।। জয়িতা চট্টোপাধ্যায়
অবশেষে যেটুকু লেখা: ।।।।। জয়িতা চট্টোপাধ্যায়
যে পাতায় তোমাকে লিখি
সেখানেই রোদের কারুকাজ
গতজন্মের অতৃপ্তিতে বাড়ে শিকড়ে ছায়ানুন
কুড়িয়ে তুলি পুনর্জন্ম তোমার চেনা মুখ
পাথর উড়ে গেলে অজস্র যন্ত্রণা পালক হয়
ডানারা ওড়ে ,ছেঁকে তোলে তোমার একান্ত উপেক্ষা
মেঘের লজ্জা নাভির আহ্বান লেখে অবজ্ঞার সময়
একই পথে হেঁটে যায় আমার পাগল জন্ম
খাতার পাতায় ফুটে ওঠে লিওনার্দোর হাততালি
তোমার স্পর্শ নাম জিভে নেচে ওঠে
দারুণ অসুখে মোনালিসা,
অথচ পাইনের বুকে জন্ম উপালি ।