সাহিত্য ও কবিতা

একা | পুলক বড়ুয়া

একা | পুলক বড়ুয়া

তোমার বহুতলের গন্ডদেশ সাঁতরায় জল
তোমার দুচোখের পাতা টলমল
তোমার দুচোখের দুকূল উপচে
তোমার অট্টালিকার গাল দরদর দামোদর
তোমার বর্ষার আকাশ বাতাস
পাখির ভেজা জবুথবু পাখনা
তার ভেতরেও তুমি আত্মার অতল পাতালে কী প্রবল

একজোড়া সাদাকালো জলজ কুসুম
ফুটে আছে তোমার আঁখিজলে

তোমার গডদেশ বেয়ে নদী যেভাবে স্বচ্ছ-আঁখিজল
স্বচ্ছ কাঁচ বেয়ে একটি ধর্মে অটল বহুজল
বহুতলের আয়না বেয়ে দাঁড়িয়ে গড়িয়ে জল

তোমার অট্টালিকার অধরে আঁখির আধারে তুমি
তোমার অট্টালিকার জল তরঙ্গে
আঁখির আঁধারে তোমার নিবাস
তোমার অট্টালিকার জলছবিতে
আঁখির অন্তরে বসে আছ তুমি

তুমি আমার একলা আলো তুমি আমার মেঘলা আলো হঠাৎ ফুঁড়ে ফুটে ওঠা আলতো হাতে সপ্ত রঙে
শূন্যে আঁকা বাঁকা রাঙা রামধনু কামধনু !

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =