প্রবাসের সংবাদ ফিচার্ড

কর্মস্থলে ফেরার দাবিতে আন্দোলনে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা

মালয়েশিয়ায় ফেরার দাবিতে ২০২০ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে প্রবাসীরা। ছবি: সংগৃহীত

কর্মস্থলে ফেরার দাবিতে আন্দোলনে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা

কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। এর অংশ হিসেবে আগামী ১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। 

মানববন্ধন আয়োজনের অন্যতম উদ্যোক্তা ইসমাইল মোহাম্মদ বলেন, ‘আমরা কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চায় সরকার কূটনৈতিক উদ্যোগ নিয়ে আমাদের মালয়েশিয়া পাঠানো ব্যবস্থা করুক। তার আগে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করোনার ভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ার পর মালয়েশিয়া থেকে কমপক্ষে ২৫ হাজার শ্রমিক দেশে ফিরে এসেছেন। ১৪ মাসের বেশি সময় তারা দেশে ছুটি কাটাতে বাধ্য হচ্ছেন। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু না হওয়ায় এ সব শ্রমিক ফিরে যেতে পারেনি।

গত বছরের সেপ্টেম্বর ও নভেম্বরে তারা মালয়েশিয়া ফিরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহায়তা চেয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। -ইত্তেফাক


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন