বদলীচেষ্টা কেন? |||| বিশ্বজিৎ মানিক
ভালো লাগছেনা খোকার অফিসেতে যাবার।
ইতোপূর্বে ছিল খোকার বোনের বাসায় বাস।
ক্যামনে বলে থাকতে দাও নিজ বোনেরে?
সৃষ্টিকর্তার কৃপায় তার প্রাণ রক্ষা পায়।
ত্রয়োদশী কন্যা তার জ্বলে উঠে রাগে।
আমাদেরে ছেড়ে কেন যেতে তুমি চাও?
পেনশনের টাকাতেই খাবো সবে মিলে মিশে।
অতিশীঘ্র হবেনাতো মঞ্জুর পেনশন।
বদলীচেষ্টা করো বলে বাবা তাড়াতাড়ি।
তাইতো এরূপ কথা কন্যা পিতাকে তার কয়।
আদর সোহাগ করে খোকা কর্মস্থলে চলে।
গাড়ি নিয়ে যাবার বেলা বলেন খোকা চলো।
তুমিও কিন্তু কর্মকর্তা যাওনা যেন ভুলে।
বিব্রতবোধ করবেনা তাই ছুটি নিতে কভু।
অকারণে কেন খোকা ছুটি নিয়ে যাবে?
একারণেই হতে চায় বদলী তাড়াতাড়ি।
উপকারও অনেক হবে জেলা বাসী লোকের।
নতুবা এ কর্মক্ষেত্রই সবার মাঝে সেরা।
০৫/০৮/২০২০ খ্রিস্টাব্দ।