ফিচার্ড সাহিত্য ও কবিতা

কোদালী’র তীরে  | বিশ্বজিৎ মানিক

কোদালী’র তীরে  | বিশ্বজিৎ মানিক

গগন সকাশে আজ মেঘমালা ভীড়
বল দেখি কি করে যে ছেড়ে যাই নীড়?
নীড় জুড়ে আছে মম স্মৃতিময় দিন
এই নীড়ে কতো শত পড়ে আছে ঋণ।

তাই তো পারি না আমি ভুলে ছেড়ে যেতে
সারাদিন থাকি সেথা উল্লাসে মেতে
এই নীড় হলো দাদা স্বর্গের সমান
এখানেই জুড়ে আছে মান সম্মান ।

প্রতিবেশী ছেলে-মেয়ে কতো যে আপন
মনে হয় তারা যেন সকলে স্বজন
সুখে-দুঃখে সাথী হয়ে থাকে সারাদিন
আমার গাঁয়ের ছেলে নহে কেহ হীন।

গর্বের সাথে বলি এসে দেখে যাও
অপলাপ নয় কথা, নহে কিছু ফাও
ধন্য হয়েছি আমি জন্মে এ গাঁয়ে
ঝগড়া করে না কেহ পা দিয়ে পায়ে।

নির্ভয়ে পশু-পাখি করে বিচরণ
তাহা দেখে হয় দাদা আলোড়িত মন
সন্ধ্যায় ফিরে আসে নিজ নিজ নীড়ে
আমাদের গ্রাম খানি কোদালী’র তীরে।

০৯/০৬/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন