অবদান হলো বুঝি মহামারী করোনার।
পথে হেঁটে চলে দেখে কবিতার ছবি।
আজকে লেখা হলে হয়ে যাবে শতক।
দিচ্ছে জানিয়ে খোকা কৃতজ্ঞতা অপার।
প্রাতে উঠে খোকা করে প্রভাত ভ্রমন।
অলঙ্কার লাগিয়ে লেখে যাহা চোখে পড়ে।
রূপের খেলা দেখছে খোকা সুরমা নদীর জলে।
সূর্য্যি মামা উঠছে কেবল পূব আকাশে পাটে।
লঞ্চ স্টিমার কার্গো চলে সাথে ডিঙিখান।
ওপার থেকে আসছে ধেয়ে খেয়া পাড়ের তরণী।
এপার থেকে ওপার যাওয়া চলছে নিত্যাকার।
ফলিয়েছিল এসব ফসল ভাই কৃষকে মাঠে।
বাঁচিয়ে রাখার অবলম্বন তারাই পৃষ্ঠপোষক।
তাদের তরেই খাচ্ছি আমরা উদরপূর্তি করে।
পাওনা তাদের মানুষ বলে একটুখানি স্নেহ।
কৃষক শ্রমিক মেহনতী হচ্ছে ক’জন কাবু?
দুপুর অব্দি ঘুমোয় যারা তাদের জীবন মিছে।
তাদের জানায় খোকাবাবু আজকে শতাঞ্জলি।
১০.৮.২০২০
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন