সাহিত্য ও কবিতা

প্রতিবিপ্লবী ||||পুলক বড়ুয়া


প্রতিবিপ্লবী ||||পুলক বড়ুয়া


ঈশ্বর কী তার আদি পৃথিবী ফেরত চেয়েছেন
ঈশ্বর কী তার সূচনা পৃথিবী ফেরত চেয়েছেন
ঈশ্বর কী তার প্রথম পৃথিবী ফেরত চেয়েছেন
ঈশ্বর কী তার পুরনো পৃথিবী ফেরত চেয়েছেন

নিরাকার তো শুধু আকার দিয়েছেন
মাননীয় তো শুধু আদম-হাওয়া সৃষ্টি করেছেন
মহামান্য তো শুধু দুটি মনুষ্য সৃষ্টি করেছেন
দু কাঁধে নেওয়ার মতো দুজনকে নিয়েছেন
একলা এত মানুষ নেবেন কোথায়
একলা এত মানুষ নেবেন কী করে
এত মানুষের দায়ভার নেবেন কেন তিনি
এত মানুষের দায়ভার তো তার নয়
এজন্যে তো তিনি দায়ী নন
তিনি তো শুধু আদম হাওয়াকে চেয়েছেন
তিনি তো শুধু আদম হাওয়াকে এনেছেন
তিনি তো শুধু আদম হাওয়াকে এঁকেছেন
তিনি এত মানুষ তো নয়, এত মানুষ তো
তিনি পয়দা করেননি—মজাটা লুটেছেন
দুজন—আদম-হাওয়া—শুরুতেই অসভ্যতা :
সেই সূচনা, সেই শুরু—সেখানেই
মানবসভ্যতার অসভ্য বীজতলা :
মানবঅসভ্যতার অভিযাত্রা
নিষেধাজ্ঞা এড়িয়ে, আইন অমান্যপ্রসূত—
দুর্বিনীত—নগন্য মানুষ হয়ে উঠল অরণ্যচারী, বন্য

আদি বয়ান বিস্মৃত—
মানবজাতির পিতা
মানবজাতির মাতা
আদি পিতা আদি মাতা
অতঃপর ভুল অসংখ্য ভুল—ভুল জন্ম ভুল জীবন
ভুলের গোলকে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভুল
অসমাপ্ত ভুল
অমীমাংসিত ভুল
ক্রমিক ভুল
ভুলকে দেখে ভুল জীবনে ডুব দিয়েছে ভুলেরা
করোনাক্রান্তের মতো বেড়েছে দেহ ছেড়ে দেহে
হার মেনেছে জ্যামিতিক হার—
শুধু দুই বান্দার দুই মানবমানবীর ভুলসেবনে—ভুলের এই পার্শ্বপ্রতিক্রিয়া—এই মাশুল—বল্গাহীন নিয়ন্ত্রণহারা উল্লুক-মুলুক—এ আশ্চর্য মর্ত্য

কোনো কনডম, লাইগেশন, ভ্যাসেকটমি, পিল
ভুল থেকে ভুলের অব্যাহত ভুলের সংক্রমণ আর সঙ্গনিরোদক নয়
তাই এ মানবিক দূরত্ব
অদৃশ্য মানবিক সংকট-দ্বৈরথ
ভুল বানানের মতো বসুন্ধরা
বেমানান মানবসম্পদ
ভুল মানুষ

বেহুলার আপাত নিশ্ছদ্র-নিরাপদ-বাসরঘরের ভিতর সূক্ষ্ম ভুলের মতো এক
নিরাপত্তাহীন বলয় আজ এ বিশ্ব-ভুবন

ঈশ্বরের ভুলনিয়ন্ত্রণ পদ্ধতি এতই নির্ভুল বেসামাল
আজ তিনি বিফল-ভগ্নমনোরথ-ভারসাম্যহীন

ওই দুই মাতাল-মাকাল ফল
গন্ধমগন্ধ মাতোয়ারা
অন্ধ-বদ্ধ উন্মাদ-বুঁদ
মশগুল-মশহুর ভালোবাসা—ভুল যুগল—
বিসমিল্লায় গলদ
এভাবে একজোড়া অবাধ অবাধ্য
বেয়াদব মানবমানবী বেলেল্লাপনার মধ্য দিয়ে স্বয়ং
ঈশ্বরের আত্মঘাতী ভালোবাসার পতন শুরু হল
দুনিয়ায় বুকে নেমে এল
দুই দূত-দূতীর দুই নরকের মতো দুই নরনারী

জমিনজীবনে নবশস্যদানাবীজ
জীবনজমিন পতিত থেকে আবাদ
মানবীজমিনে মানবজীবন
মানবজমিনে মানবীজীবন
মানবী থেকে মানব
মানবী থেকে মানবী
মানবমানবী থেকে দানবদানবী

হা, ঈশ্বর—হায়, তুমি কেন্দ্রীয় চরিত্র
তোমার সেরা নায়ক-নায়িকারা
শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরা
কুশীলবগণ—এ কী কু-অনুশীলনে
নিরন্তর—এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
অন্তর্গত আর্তনাদ—স্বল্পদৈর্ঘ্য চালচিত্র
ঈশ্বরের সেন্সরশীপ গলিয়ে
সেই যে একবার মুক্তি পেল
আজও বারবার প্রদর্শিত-অব্যাহত-অভিনীত

ঈশ্বর কী তার অতিব্যবহৃত পৃথিবী ফেরত চাইছেন
ঈশ্বর কী তার অপব্যবহৃত পৃথিবী ফেরত চাইছেন
ঈশ্বর কী তার সেই ব্যবহৃত পৃথিবী ফেরত চান
ঈশ্বর কী তার সেই পৃথিবী পুনঃনির্মাণ করতে চান

কিছুই তো আর বাদবাকি নেই
কিছুই তো আর অনাবাদি নেই
কিছুই তো তার অব্যবহৃত নেই
ওপরে-নিচে সবখানে খোড়াখুড়ি
পরিত্যক্ত বর্জ্য আবর্জনার স্তূপ

তিনি কী তার নবায়ন করতে অনিচ্ছুক
তিনি কী আর বরদাশত করতে চাইছেন না
অপর পৃথিবী গড়তে চান—অন্য এক নয়া পৃথিবী
মহি কী আর মেরামত করা যাবে না
মহিকে আর মেরামত করা যাবে না
স্ক্র্যাপ

ঈশ্বর কী মহান বিপ্লবী থেকে
প্রতিবিপ্লবী হয়ে যাচ্ছেন
তাঁর ভুল বুঝতে পারছেন
অবাক পৃথিবী অভাগা পৃথিবী—
বসুমতি বধ্যভূমি


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন