খোকার জন্ম শতবার্ষিকী |||| শিকদার ওয়াহিদুজ্জামান
সতেরো মার্চ উনিশ শো বিশ জন্ম খোকা বাবুর,
আসল নাম নয়তো খোকা- শেখ মুজিবুর।
জন্ম খোকার টুঙ্গিপাড়া পাখি ডাকা গ্রাম
মধুমতীর তীরে বাড়ি শান্তি সুখের ধাম।
স্বপ্নে ভরা মন তোমার মানবতার আলো,
বলতো সবাই দেশের জন্য জ্বালবে তুমি আলো।
অসাম্প্রদায়িক চেতনা তোমার ছোট্ট বেলা থেকে,
শুনতো সবাই বুঝতো সবাই বন্ধুরা সব দেখে।
ছোট্ট খোকা শেখ মুজিবুর তেজোদ্দীপ্ত প্রাণ,
দেশের জন্য জীবন দিয়ে রাখবে সবার মান।
জেল-জুলুম নির্যাতনের ছিলো না তোমার ভয়
জীবন দিয়ে রক্ত দিয়ে আনলে দেশের জয়।
দেশের জন্যে কাঁদতে তুমি সারাজীবন ভর,
বীর বাঙালি ছিলো সাথে ছিলো না তো ডর।
সংসার জীবন তুচ্ছ করে জনগণের সাথে,
থাকলে তুমি সারাজীবন দুঃখ যে নাই তাতে।
পায়নি তোমার ছেলেমেয়ে- স্ত্রী তোমায় কাছে
শেখ রাসেল ও পায়নি আদর বাবা তোমার কাছে।
তোমার মতো মহান নেতা আসবে না আর দেশে
জীবন দিয়ে করলে প্রমাণ দেশকে ভালোবেসে।
লাল সবুজের পতাকা দিলে, দিলে দেশের মান
মানচিত্রে এঁকে দিলে বাংলাদেশের নাম।
তোমার জন্মে ভোরের পাখি গাইলো মধুর গান
মধুমতীর নৌকার মাঝি ধরলো সুখে তান।
দুপুর বেলা ঘুঘু পাখি ঝুমুরঝুমুর তালে
ডাকলো এসে খোকা ব’লে ডালিম গাছের ডালে।
তোমার জন্য বাজলো বাঁশি রাখালের ঐ ঠোঁটে
কিচিরমিচির ডাকলো শালিক মধুমতীর তটে।
তোমার জন্য গাড়িয়াল ভাই গাইলো মধুর গান
সেই গানেতে কেড়ে নিলো পল্লী বধুর প্রাণ।
লাল সূর্য পূর্বাকাশে আনলে তুমি খোকা
শিক্ষা দিলে পাকিদেরকে বানিয়ে তাদের বোকা।
আজকে আমরা ঋণী সবাই জাতি তোমার কাছে
তুমি পিতা রাখো জেনে আছি তোমার সাথে।
জীবন দিয়ে করলে প্রমাণ তুমি-ই বিশ্বনেতা
তুমি বাংলার চির সম্রাট তুমি-ই জাতির পিতা।
খোকার জন্ম শতবার্ষিকী |||| শিকদার ওয়াহিদুজ্জামান , সিনিয়র জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ
এস এস/সিএ