আব্দুস সাত্তার বিশ্বাস-এর কবিতা
সাইকেল
আমার একটা সাইকেল আছে
না, ঝকঝকে নিউ মডেলের নিউ সাইকেল নয়
নিকেল ওঠা, রং চটা ওল্ড মডেলের একটা পুরনো সাইকেল
পিছনে কেরিয়ার বাঁধা
মাল বহানো ভালো হয়
সাইকেলটা আমার আছে বলে পেটে দু’মুঠো ভাত যায়
অন্ধকারে একটু আলো দেখি
সন্তানের মুখে হাসি খুঁজি
খেতে পাই
তোমরা পয়সাওয়ালা মানুষ
তোমাদের এসব পছন্দ না হতেই পারে
দামি গাড়ি তোমাদের ঘরে
আমারও কি তাই
আমি একটা হকার মানুষ
হকারি করে খাই
————-
এটুকুই দিও
তোমরা কোন দিন কেউ ভাতের কষ্ট পেয়েছ
আমি পেয়েছি
কত দিন ঠোঙা কুড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছি
আমাকে তোমরা দ্যাখো নি
আজ সামনে এসে দাঁড়িয়ে বলছি বলে দেখতে পাচ্ছ
আমি যে তোমাদেরই মতো একজন মানুষ
চিনতে পারছ
না না, কাছে এসো না
গায়ে আমার হকারি ঘামের গন্ধ
তোমাদের সহ্য হবেনা
বমি করে ফেলবে
অনেক কেলেঙ্কারি হবে
আমাকে নিয়ে কোন কেলেঙ্কারি হোক এটা আমি চাই না
আমি আমার মতো থাকতে চাই
আমি আমার মতো বাঁচতে চাই
আমাকে তোমরা কিছু দিওনা, এটুকুই দিও
————-
হাজার সেলাই মারা
আমি যে তাদেরই দলের একজন লোক
আসলে পাগলদের কোন শখ থাকেনা
—————-