কানাডার সংবাদ ফিচার্ড

জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের আনুষ্ঠানিকভাবে কানাডা সফর

জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের আনুষ্ঠানিকভাবে কানাডা সফর

জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ আনুষ্ঠানিকভাবে কানাডায় তিন দিনের সফর শুরু করেছেন রোববার ২১ আগষ্ট।

জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ , যিনি গত বছরের ডিসেম্বরে ২০২১ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, রোববার সন্ধ্যায় কানাডা সফরের জন্য মন্ট্রিয়লে অবতরণ করেন। তার কানাডা সফরের মধ্যে টরন্টো এবং পশ্চিম নিউফাউন্ডল্যান্ডের স্টিফেনভিলে নির্ধারিত স্টপ অন্তর্ভুক্ত রয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ কানাডায় আসছেন জ্বালানি চুক্তিতে স্বাক্ষর করতে। দেশটির এনার্জি ফাইলের দায়িত্বে থাকা ভাইস-চ্যান্সেলর রবার্ট হ্যাবেক পুরো সফরে তার সাথে থাকবেন।

মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে  বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানাতে উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ছিলেন।

চ্যান্সেলর এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জার্মানিতে পরিষ্কার হাইড্রোজেন সরবরাহের পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন এবং একটি চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: কানাডার সংবাদ

 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন