টরন্টোতে করোনায় জামাল আলী (৩৭) না ফেরার দেশে চলে গেছেন। টরন্টোতে করোনা ভাইরাসে অকালে কেড়ে নিলো আরেক বাংলাদেশীর প্রাণ। কমিউনিটির প্রিয় এবং সুপরিচিত জামাল আলী আজ বিকাল ৭:৩০ মিনিটের সময় টরন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও ১১ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন। এ নিয়ে সারা কানাডায় তিনজন বাংলাদেশি ক্যানাডিয়ান কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করনে। তন্মধ্যে দু’জন টরন্টো এবং একজন অটোয়াতে, গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান।
জামাল আলীর গ্রামের বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ থানায়। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অকাল প্রয়ানে শোক ও সমবেদনা জানিয়েছেন অনেকেই।
একের পর এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাতে কমিউনিটিতে ভয় ও আতংকের সৃষ্টি হয়েছে।
তথ্যঃ মিলাদ চৌধুরীর ফেসবুক থেকে
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন