প্রবাসের সংবাদ ফিচার্ড

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৪৩ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৪৩ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

এক বিজ্ঞপ্তিতে আইওএম জানিয়েছে, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেয়া হয়েছে।

জানা গেছে, লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকে আছেন আছেন আরও ৩২০ বাংলাদেশি। তাদের আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) ও আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরত আনা হবে।

আইওএম জানায়, এ পর্যায়ে সর্বমোট ৫১৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন