বিশ্ব

বাইডেন আতঙ্কিত!

বাইডেন আতঙ্কিত!

যুক্তরাষ্ট্রের ভারমন্টে ফিলিস্তিনি তিন শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আতঙ্কিত দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। আহতদের স্বজন এবং আরব ও মুসলিম সমাজের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) হোয়াইট হাউজের বরাত এ খবর জানিয়েছে সিএনএন।

গত রোববার এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন জেসন জে ইটনকে আটকের পর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। কারাগার থেকে ভিডিও কনফারেন্সে বিচারকার্যক্রমে যুক্ত জেসন নিজেকে নির্দোষ দাবি করেন।

স্বজনদের অভিযোগ, শুধু ফিলিস্তিনি হওয়ার মাশুল দিয়েছেন তারা। মুসলিম বা ফিলিস্তিনের প্রতি বিদ্বেষ থেকে এই হামলা হয়েছে। একে ‘হেইট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধের কাতারে ফেলে তদন্ত করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সন্ধ্যায় বার্লিংটনে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে তিন কলেজ শিক্ষার্থীকে পিস্তল দিয়ে গুলি করা হয়। এদের দু’জন ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী স্কার্ফ পরা ছিলেন। গলায় গুলিবিদ্ধ দু’জনের অবস্থা গুরুতর।-বাংলাদেশ জার্নাল



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন