দেশের সংবাদ ফিচার্ড বিশ্ব

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১২ সদস্য

বাংলাদেশে পালিয়ে এলো বিজিপির আরও ১২ সদস্য

মিয়ানমারের ১২ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। মঙ্গলবার (১৬ এপ্রিল)  সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু  সীমান্ত দিয়ে আশ্রয় নেয় তারা।

স্থানীয় সুত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সমর যুদ্ধের বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে   এসব বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্বাবধানে রাখা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবচার ইমন বলেন, তার ইউপির ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে ১০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বিজিবির তত্বাবধানে রাখা হয়েছে।

ঘুমধুম ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল কান্তি চাকমা জানান, তার ওয়ার্ডের ফাত্রাঝিরি রেজু আমতলি পাড়া সীমান্ত দিয়ে ২ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

বিজিবি’র গন-সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম  সকালে ১২ জন বিজিপি সদস্য আশ্রয় নেওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, এর আগে ১৭৭ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। এপর্যন্ত এর সংখ্যা দাড়িছে ১৮৯ জনে। আশ্রয় নেওয়া সকল বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবিদের হেফাজতে নেওয়া হয়েছিল।

সূত্র: জনকন্ঠ


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

 

সংবাদটি শেয়ার করুন