সোশ্যাল মিডিয়া

আরতির থালা তসবির মালা কবিতা ও একটি অমানবিক গল্প

arotir-thala-tosbir-mala

আরতির থালা তসবির মালা
-কাজী নজরুল ইসলাম

তাইতো আমি বলি
আরতির থালা
আর তসবির মালা
আসিবেনা কোন কাজে
মানুষের সেবা মানুষ করিবে
আর সব কিছু বাজে।

যেথায় মানবতার পরাজয়
সেথায় কাজ হইবেনা তর নামাজ পূজোয়।
প্রভু চাহিয়া রহিয়াছে
যাহারা মানবতার ধ্বংস না করিয়া রোধ
বেআক্কেল এর মত পার্থনায় মত্ত সে মহা নির্বোধ।

এটি বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মানবতাবাদী কবিতা।

 

সত্যি-ই শিউরে উঠার মতো অমানবিক একটি গল্প যা কাজী নজরুল ইসলামের কবিতার মতই সত্য

আরতির-থালা-তসবির-মালা-আসিবেনা-কোন-কাজে

যাত্রা মোহন সেন (জে.এম.সেন) এই মানুষটির কথা সবাই জানে। ঐশ্বর্য্যবান,দানবীর ও শিক্ষানুরাগী এই মানুষটি চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। চন্দনাইশ থানার বরমা গ্রামে জন্মগ্রহণ করা এই মহান মানুষটির পুত্রবধূ নেলী সেন কলকাতা পৌরসভার মেয়র ছিলেন। তারই একমাত্র উত্তরাধিকার ও বংশধর অনিল সেন। আশিতীপর বৃদ্ধ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজ গিয়েছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ তার বাড়িতে। এই যে ভাঙ্গা টিনের ঘরটি দেখছেন এটি তারই ঘর। খালি গায়ে একটি লুঙ্গি পরে ঘরের বারান্দায় বসে ছিলেন।

জানালেন জামাটি আজ ধুয়ে দিয়েছেন। দ্বিতীয় আর নাই তাই তাই খালি গায়ে, চোখে ঠিকমত দেখেন না, টাকার অভাবে ডাক্তার দেখানো হয় না।দিন কাটে অনাহারে অর্ধাহারে।




এমতাবস্থায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ বলেন তাকে সহায়তা করতে এসেছি বলতে বিবেকে বাধে। কিন্তু সময় আজ তাকে এমনই অবস্থায় দাঁড় করিয়েছে তাই আমি সাহায্যের হাত বাড়িয়ে তারই ভাঙ্গা কুঠিরে। তাকে সহ অন্য আরও কয়েকজনকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।””

প্রতি বছর জে.এম.সেন হল ভবন এবং মাঠ ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই প্রতিষ্ঠানের কমিটি। তাদের বিবেকে কি ঘূণে ধরেছে???? তারা চাইলেই তো যাত্রা মোহন সেন এর পরিবার কে একটি দালান তৈরি করে দিতে পারে, আর্থিক সহযোগীতা করতে পারে।কিন্তু তারা এটা জীবনেও করবেনা।

এটা করলে তাদের ভাগে কম পড়বে। সময় এসেছে এবার….

বর্তমানে এই হলের লক্ষ লক্ষ টাকা এই কমিটির লোকজন কি করছে,কোন খাতে ব্যয় করছে তা খতিয়ে দেখা জরুরী!!

আশা করি বর্তমান জনপ্রতিনিধি, বিবেকবান হিন্দু সমাজ, হিন্দু সংগঠনগুলো এই বিষয়ে ব্যবস্থা নিবেন।

সাম্যের কবি, বিদ্রোহী কবি নজরুলের ভাষায়…..

“আরতির থালা তসবির মালা আসিবেনা কোন কাজে – “মানুষ” করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে । ”

(লেখকের ফেসবুক থেকে নেওয়া)

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =