কমরেড পুরঞ্জয় চক্রবর্তী |||| বিশ্বজিৎ মানিক
কমরেড চলে গেলে তুমি না ফেরার দেশে – হবে নাতো কোনদিন দেখা
উঁকি মেরে আজ খোঁজে পাই কথা – ডায়েরিতে রয়েছে যাহা লেখা।
হাসিখুশি মন সজ্জন সকলের – বিদায়ে হয়ে গেল ক্ষতি
ঘটিয়ে সমাপন বর্ণাঢ্য জীবনের – করেই দিয়েছ ইতি।
পরপারের ডাক এসে গেলো তোমার – চব্বিশ আগষ্ট সোমবার
স্ত্রী পুত্র কন্যা একজন করেই – রেখে গেছ উত্তরাধিকার।
বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী – তোমার প্রয়াণে জানাই শোক
যোগাযোগ নাই তবু দাদাভাই – ভেসে উঠে চির হাসিমাখা মুখ।
সাদা ছিল মন অতি প্রিয়জন – চলে গেলে তুমি পরপারে
তোমার প্রিয় সকলেরে আজ – ভাসিয়ে শোক সাগরে।
আত্মীয় ছিলে তুমি আমাদের – মায়ের স্নেহধন্য
কর্মেই তুমি সমাজজীবনে – হয়ে উঠেছিলে মান্য।
আবর্জনা যতো সমাজে ছড়ানো – করতে চেয়েছিলে দূর
বাগ্মী তুমি বাচনভঙ্গি তবো – সাবলীল সুমধুর।
প্রগতির ধারা বহমান ছিল – লালিত হয়েছিল শিরে
শিশুদের তুমি মানুষের মতো – তুলতে চেয়েছিলে গড়ে।
সভাপতি ছিলে খেলা ঘরের – কেন্দ্রের প্রেসিডিয়াম মেম্বার
উদীচীরও তুমি সম্পাদক ছিলে – সিলেটের জেলা শাখার।
কতো অভিধায় ভুষিত হয়েছিলে – জীবনের প্রতিটি স্তরে
কেন্দ্র ও জেলায় বিচরণ তোমার – ছিল প্রিয় খেলা ঘরে।
সোপান সিলেটের প্রতিষ্ঠাতা ছিলে – যশস্বী ব্যাংকার
অভিনয় জগতের পুরোধা তুমি – নন্দিত নাট্যকার।
হৃদরোগ তোমায় কেড়ে নিয়ে গেছে – শরতের নিশীথ ভোরে
চলে গেলে তুমি জেনে গেলো সবে-আসবেনা কোনদিন ফিরে ।
আন্দোলনে তুমি করেছিলে প্রতিষ্ঠা – কেন্দ্রীয় শহীদ মিনার
শেষ যাত্রাকালে শোক জানানো হলো – রাষ্ট্রীয় সম্মানে তোমার।
কমিউনিস্ট নই তবু আমি লিখি – খেলাঘরে ছিল যোগাযোগ
মরণে তোমার ভারাক্রান্ত হৃদয়ে – জানিয়ে দিলাম শোক।
২৯/০৮/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন