দাবাড়ু ||||| রফিকুল নাজিম
তোমার ঘোড়া ছুটছে বেগে- দাবার বোর্ডটা জুড়ে
তোমার দানে মরছে সৈন্য- নৌকা ঘাটের দূরে।
চোখের দানে করছো ঘায়েল হস্তী মন্ত্রী রাজা
নেই তলোয়ার ঢাল বর্শা; পাচ্ছে দারুণ সাজা।
তোমার ঘোড়া ছুটছে ক্ষ্যাপা- আমার প্রান্ত শেষে
আমার রাজা হার মেনেছে- তোমায় ভালোবেসে।
ঝরা পাতার কাব্য
বোটাখসা ঝরা পাতার ব্যথা আমার বুকে
উত্তরের বাতাসে নোনা দুঃখ লেগে থাকে
শীতনিদ্রা ভাঙলে গো কে মিঠে রোদ মাখে?
মাকড়সার জাল শিশির বিন্দু সূর্য পুষে রাখে।
বকুলতলায় বকুল ফুলের কান্না লেগে থাকে
সবুজপাতা বকুল ফুলের বিচ্ছেদ বুকে ঢাকে,
বানের স্রোতে জলের নাচন ভাঙে নদীর কূল
অঝোর ঘোরে বৃষ্টি জলে ভিজে কাগজ ফুল।
পদ্মবিলের পদ্ম কাঁদে-পাতায় ব্যাঙের নাচন
মেঘে মেঘে বিজলী হাসে-বুকে ব্যথার শ্রাবণ,
জল জোছনায় মরি যদি বকুল ফোটার দিনে
বকুলতলায় ঠাঁই দিও গো; গোপন জন্ম ঋণে।
রফিকুল নাজিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মাধবপুর, হবিগঞ্জ