আরেকটি রেকর্ড করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজ দেশের হয়ে দুইশ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোনাল্ডো, আবার সেই ম্যাচেও একমাত্র গোলদাতা তিনিই।
বিশ বছরের ফুটবল জীবনের বহু কৃতিত্বের ইতিহাসে আবার নতুন কৃতিত্বের অধিকারী হলেন রোনাল্ডো। তিনি ফুটবল বিশ্বে এবং ভক্তদের মনে সিআর সেভেন নামেই বেশি পরিচিত।
নিজ দেশ পর্তুগালের হয়ে দুইশতম ম্যাচ খেললেন সিআর সেভেন। পুরুষ/ছেলেদের ফুটবলে তিনিই একমাত্র এই রেকর্ড গড়লেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোন্যান্ডোর গোলেই জিতলো তার দেশ পর্তুগাল। উইলিয়ামসন লালকার্ড দেখায় পর্তুগাল শেষ দশ মিনিট ১০ জন খেলেছিলো।
এর আগে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল কুয়েতের আল-মুতায়ার। তিনি ১৯৬টা ম্যাচ খেলেছিলেন। গত মার্চে সেই রেকর্ড টপকে যান রোনাল্ডো। এবার তো তিনি দুইশটি আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেললেন। ম্যাচ শুরুর আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়।
এই ম্যাচটি ছিল ইউরো ২০২৪-এ কোয়ালিফায়ার পর্বের ম্যাচ। এই নিয়ে গ্রুপে চারটি ম্যাচ জিতলো পর্তুগাল। এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ক্ষেত্রে ১২৩টি গোলও করে ফেললেন রোনাল্ডো।
ম্যাচের পর তিনি বলেছেন, ”পর্তুগালের হয়ে দুইশটি ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। আমি খুবই খুশি। এরকম একটা মুহূর্ত আসবে তা আমি ভাবতে পারিনি। আমার কাছে এটা একটা অভাবনীয় মুহূর্ত। দলের জয়ের জন্য গোল করতে পেরেছি বলে আমার আরো ভালো লাগছে।”
দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছেন, এত গোল করেছেন, কোনটা সেরা? এই প্রশ্নের মুখে পড়ে রোনাল্ডো বলেন, ”আমার পক্ষে কোনো একটা গোল বেছে নেয়া শক্ত। কত গোলের কথা মনে আসছে। ইউরো ২০১৬, নেশনস লিগ, আরো অনেক গোলের কথা। তাই তো আমি বলি, পরের ম্যাচে যে গোলটা করব, সেটাই সেরা হবে।” সূত্রঃ ডয়চে ভেলে বাংলা
CBNA24 অনলাইন ডেস্ক (এফএইচ/বিডি)
আমাদের ফেসবুক পেজে যেতে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলে যেতে ক্লিক করুন