কথায় আছে রাখে আল্লাহ মারে কে।এই কথার যেন বাস্তব প্রমান পেলেন জার্মানীর একজন পর্যটক।তিনি পাহাড় থেকে পড়েও আশ্চর্যজনকভাবে বেচে ঘরে ফিরলেন।
দক্ষিণ জার্মানির এক পাহাড়ে উঠেছিলেন লাটভিয়ার এক পর্যটক। হাইকিং-এ নামার সময় তিনি সেই পর্বত থেকে ৬০ মিটার নীচে পড়ে যান। তবে তিনি বেঁচে গেলেন। তিনি এখন সুস্থ আছেন বলে জানায় পুলিশ।
জানা যায়, ৪২ বছর বয়সি এই নারী পর্যটক তার কুকুরকে নিয়ে গত বাভারিয়ার ওবারআলগয় অঞ্চলের এক পাহাড়ে উঠেছিলেন। পথ হারিয়ে তিনি যখন পর্বত থেকে নামছিলেন ঠিক তখনই নিচে পড়ে যান। সে সময় একটি গাছকে আকড়ে ধরে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকেন। সেখানকার এক মেষপালক তার সেই চিৎকার শুনতে পেয়ে স্থানীয় পুলিশ এবং পর্বত উদ্ধারকারীকে খবর দেয়।
পরে হেলিকপ্টারে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে সামান্য আঘাত ছাড়া পর্যটকের তেমন কিছুই হয়নি। ফলে সে দিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান। তবে নারীর সঙ্গী কুকুরটিকে এখনও পাওয়া যায়নি।
সূত্র: ডয়চে ভেলে, বাংলাদেশ প্রতিদিন
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন