প্রবাসের সংবাদ

বাংলাদেশ হাইকমিশন, আবুজা, নাইজেরিয়ায় ৪৯তম বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ হাইকমিশন

উৎসাহ ও উদ্দীপনার সাথে বাংলাদেশ হাইকমিশন, আবুজা, নাইজেরিয়ায় ৪৯তম বিজয় দিবস উদযাপন

নাইজেরিয়ার আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন উৎসাহ ও উদ্দীপনার সাথে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করে। দিনের কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২০ সকাল ৯:০০ ঘটিকায় ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব বিদোষ চন্দ্র বর্মন হাইকমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হাইকমিশন মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার, মিশনের কর্মকর্তা/কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিসংবাদিত ভ‚মিকাসহ মুক্তিযোদ্ধা ও অত্যাচারিত মা-বোনদের ত্যাগের কথা তুলে ধরেন। জনাব বর্মন উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর স্বপ্ন “সোনার বাংলা” বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও নাইজেরিয়ার নাগরিক ছাড়াও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন