সাহিত্য ও কবিতা

বীর বল্লমযোদ্ধা জমির উদ্দিন  |||| বিশ্বজিৎ মানিক


বীর বল্লমযোদ্ধা জমির উদ্দিন  |||| বিশ্বজিৎ মানিক


বীর বল্লম যোদ্ধা জমির উদ্দিন – তোমাকে জানাই সালাম

টগবগে তরুণ, ছিলে তুমি মোদের – কামালপুরের সন্তান।


গর্ব আমাদের, তুমিই ছিলে – মহকুমার সর্বপ্রথম শহীদ

বল্লম হাতে, বেরিয়েছিলে – কাপিয়ে দিতে জালিমের ভীত।


বুঝেছিল ওরা, মহাবীর তুমি – সাহস আছে তো বুকে

তাইতো তোমাকে, হত্যায় তারা – উল্লাসে মেতে উঠে।


ভারী মেশিনগান, হয়েছিল মনে – সাধারণ কোন এক যন্ত্র

বীর বেশে তুমি, বল্লম হাতে – কাঁপিয়েছিলে জালিমের অন্ত্র।


সাতাশ মার্চ, প্রতিরোধ মিছিলের – অগ্র সেনানী তুমি

তোমার অবদান, চির অম্লান – মুক্ত স্বাধীন জন্মভূমি।


সাত মার্চের ভাষণে, সংকল্পে তোমরা – প্রতিরোধ যুদ্ধের তরে

সান দিয়েছিলে, বল্লম তুমি – অস্ত্রটি ছিল তব ঘরে।


শেরপুর থেকে, আসলো মিছিল – মহকুমা সদর অভিমুখে

সেই মিছিলে, শত শত জন – নিয়ে দেশীয় অস্ত্র হাতে।


প্রকম্পিত হয়েছিল, রাজপথ সেদিন – লাঠি বল্লমের ভারে

এসেছিলো মিছিলে , আরো কতোজন – তীর ধনুক নিয়ে সাথে।


হত্যা করতে শত্রুসেনা, চেয়েছিলে তুমি – বল্লম ছুড়ে মেরে

বুলেটের আঘাতে, করেছিলো শহীদ – তোমাকে ছিরাইনগরে।


সাথে ছিল তোমার, প্রতিরোধ যোদ্ধা – কসবার তারা মিয়া

মুক্তির ইতিহাস, শুরু হলো লেখা – তোমাদের রক্ত নিয়া।


রক্তের শপথ, করেছিলো সেদিন – ছাত্র জনতার দল

হুংকার দিয়ে, দিয়েছিল ডাক – চলরে যুদ্ধে চল।


মুক্তির সোপানে, গড়েছিল তাঁরা – গেরিলা যোদ্ধা বাহিনী

সাতই মার্চের, ভাষণেই তার – ছিলো যে অমোঘ বাণী।


এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম – ধ্বনিত হয়েছিল কানে

টগবগে প্রাণে, উত্তাল ঢেউ -হিল্লোল জেগেছিল মনে।


হাওর নদী পাহাড়ে, রণাঙ্গন মাঝে – কাটিয়েছিলে নিশিদিন

এ জাতি কখনো, ভুলতে পারেনা – ভুলবে না তোমাদের ঋণ।


বাঙালি কখনো, হারতে পারেনা – মহা বীরের জাতি

ক্ষুদিরাম চাকী সূর্য নেতাজী’র – ইতিহাসে রয়েছে খ্যাতি।


মায়ের সম্মান, রক্ষায় যারা – করেছিলো প্রতিরোধ পণ

তাড়িয়ে বিদেশি, স্বদেশের রাজ – কায়েমে দেখেছিল স্বপন।


তোমরাই তারা, গর্ব আমাদের – দিয়েছিলে আত্মাহুতি

তোমাদের তরেই, আজকে আমরা – হয়েছি স্বাধীন জাতি।


ত্রিশ লাখ শহীদের, সাথেই আছো – আমাদের জমির উদ্দিন

রক্ত দিয়ে লেখা, ইতিহাসে আজ – লাল সবুজের পতাকা উড্ডীন।


২৬/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন