প্রবাসের সংবাদ

ইতালিতে ডাবল করোনা আক্রান্ত বাংলাদেশীর কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে তোলপাড়

ইতালিতে ডাবল করোনা আক্রান্ত বাংলাদেশীর কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে তোলপাড়
করোনা আক্রান্ত বাংলাদেশীর কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ইতালিতে তোলপাড়

ইতালিতে ডাবল করোনা আক্রান্ত বাংলাদেশীর কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে তোলপাড় সারাদেশ!

ইতালির ৬ কোটি জনগণ করোনাকালে আজ বাংলাদেশের এক অমানুষের অপকর্ম দেখতে পেয়েছে রাজধানী রোমে। ইতালির হাসপাতালে দুই দুইবার করোনা পজিটিভ ধরা পড়ার পর অঘটন ঘটন পটিয়সী এই বাংলাদেশির যেখানে ঘরে থাকার কথা আইসোলেশনে, সেখানে রাষ্ট্রের আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘর থেকে বের হয়ে ঘটালেন অঘটন।

করোনা ডাবল পজিটিভ কান্ডজ্ঞানহীন এই বাংলাদেশি রাজধানীর তেরমিনি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চেপে বসেন লাতিনা প্রভিন্সের সাবআউদিয়া ডিরেকশনে, সাগরপাড়ে খুচরা মালামাল ফেরি করে বিক্রির উদ্দেশ্যে। পথে প্রিভেরনো ফোসসানোভা স্টেশনে ট্রেন থেকে নেমে বাসে উঠেন বালনেয়ারে এরিয়ার উদ্দেশ্যে। এমন সময় পথিমধ্যে জনৈক আরেক বাংলাদেশি তাকে চিনতে পেরে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত খবর দেয় পুলিশে।

আধাসামরিক বাহিনী ‘ক্যারাবিনিয়েরি’র সহায়তায় করোনা রোগী বাংলাদেশিকে আটক করে লাইট-ব্লু ক্রসের এম্বুল্যান্সে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেয়া হয় লাতিনা প্রভিন্সেরই গোরেত্তি হাসপাতালে। বাংলাদেশি এই করোনা রোগী ট্রেনে এবং বাসে তার সাথে ভ্রমণকারী সকল যাত্রীকে ইতোমধ্যে মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়ার প্রেক্ষিতে নতুন তোলপাড় শুরু হয়েছে সাগরপাড়ে। বাংলাদেশ ও বাংলাদেশিদের ভাবমূর্তি আরও নষ্ট হচ্ছে রোমে এভাবেই।

ইতালীয় গণমাধ্যম বলছে, ক্যারাবিনিয়েরি’র সহায়তায় মিউনিসিপ্যাল পুলিশ এই ডাবল পজিটিভ করোনা রোগীকে থামাতে না পারলে সমুদ্র স্নানে আসা নিরীহ লোকেরাও পড়তো বিপদে।

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন