সাহিত্য ও কবিতা

ভানু – শশীর আলো  ।।।। বিশ্বজিৎ মানিক

ভানু – শশীর আলো 
-বিশ্বজিৎ মানিক

খোকা বাবুর খুলবে অফিস – একত্রিশ তারিখ মে’র
যেতে তাকে, হতেই হবে – বাড়ি ছেড়ে ফের।

খোকা বাবুর অফিস খানা – দের’শ কিলো দূর
তার অফিসের পাশেই আছে – পাড়া মল্লিকপুর।

ঐ পাড়াতেই থামে যতো – গণপরিবহন
এখান থেকেই ওখানে যায় – যাত্রী সাধারণ।

মার্চ মাসের পঁচিশ তারিখ – বন্ধ হলো সব
সেদিন থেকেই থেমে গেছে – সকল কলরব।

অফিস খোলার দিনেই চলার – কথা ছিলো যার
নিরাপত্তার কারণে খোকা – ভাড়া নিলো ‘ কার ‘।

তিন হাজার চুক্তি হয় – কার ড্রাইভারের সাথে
ভোর ছয়টায় আসবে গাড়ি – মিস করেনা যাতে।

আগের দিন সন্ধ্যা বেলায় – জানিয়ে দিলো মিছে
গাড়ি খানার ফ্যান নাকি তার – নষ্ট  হয়ে গেছে।

খোকাবাবু বুঝেই গেলো – চুক্তি কারি খল
মিছামিছি তাইতো তার – গাড়ি হয় বিকল।

গণপরিবহন চলবে নাকি – তার একদিন পরে
এই সুযোগে ভাড়া যদি – একটুখানি বাড়ে।

কৌশলটা বুঝে যখন – খোকা একা ভাবে
সময়মতো কেমন করে – অফিস যাওয়া হবে ?

চিন্তা করে বাড়লো যখন – খোকার মাথায় প্রেসার
জাকির হোসেন বললো কাকা – কার আছে না আমার ?

রিপন এলে দু’জন মিলে – আনবো ডেকে তাকে
তার গাড়ি নষ্ট হলে – নিবে আমার টা’কে।

কোনভাবেই মিস হবেনা – যাওয়া  অফিসে
একটু পরেই আসবে রিপন – নামাজ পড়া শেষে।

রিপন এসে এসব শুনে – বললো শুনেন দাদা
আমার ঘরে মাইক্রো আছে – ভক্সি যাহা সাদা।

ড্রাইভার আমার পাশের গ্রামের – ভালো একটি ছেলে
বলে দিলেই এসে যাবে – ভোর সকালে চলে।

ছোট ভাই রিমন তখন – বঁড়শি পেতে ছিলো
ফোন করে তাই সাথে সাথেই – তাকে বলে দিলো।

ড্রাইভার যেন সকাল বেলায় – রেডি হয়ে আসে
গাড়ি নিয়ে যেতে হবে – দাদার অফিসে।

খোকার গ্রামের ছেলেগুলো – কতো কতো ভালো
একদিন ঠিক ছড়িয়ে দেবে – ভানু শশীর আলো।

০২/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন