সাহিত্য ও কবিতা

কফিনের গান/পুলক বড়ুয়া

 

কফিনের গান

-পুলক বড়ুয়া


কফিনে শুয়ে, আহ্, কী আরাম

ঔষধ নেই, পথ্য নেই, ব্যাংক ব্যাল্যান্স নেই
চাকুরী নেই, টাকা নেই, পয়সা নেই
সহায় সম্পদ-সম্পত্তি নেই
—ওদের আর প্রয়োজন নেই
—সব লেনদেন শেষ

কী সুন্দর দিব্যি আছি
কী সুন্দর দিব্যি চলে যাচ্ছে
কী সুন্দর দিব্যি চলে যাচ্ছি
কী সুন্দর দিব্যি আছি
কী সুন্দর দিব্যি আমি
আমরা কেউ কারো নই
আমরা কেউ কারো না
এই সমাজ এই সংসার আমার না
আমি কারো নই
এতদিন ছিলাম এতদিন ছিল
এখন আর কেউ কারো না
আজ আর কেউ কারো নই
যে যার মতো
চলে যাব অদেখায়—আর না—ফিরব না আর
হয়তোবা ভুলে যাব আমিও সমস্ত
ভুলে যাবে একদিন
ভুলে যাও তোমরাও সব
তবে এই আয়োজন—স্রেফ মিছে—
এই মান-অভিমান
এ যুদ্ধ-সংগ্রাম ত্যাগ-তিতিক্ষা
ইহাদের কোনো মানে নেই
তাহাদের কোনো মূল্য নেই
কোনো পরিচয় নেই
আলো নিভে গেলে
অন্ধকার কেড়ে নেবে সব
অন্ধকার কেড়ে নেয় সব

দিব্যি শুয়ে আছি কফিনে, আরামসে
কফিনবন্দী আমি কী আরাম
কিছুই পাওয়ার নেই
কিছুই চাওয়ার নেই

কফিনে ঢাকা
সাদা কাফনে গা-ঢাকা সম্পন্ন বরফ আমি
আমার কিছু বলার নেই
আমার কিছুর দরকার নেই
আমার আর কিছুতে কিছু যায় আসে না
কেবল একখন্ড জমিন আমি
তার বুকে বারুদের মতো কালো গান হয়ে
অঙ্গারের মতো বারবার জ্বলে উঠি, ফুটি
কবর নয় বীজের মতো পুঁতে দাও তুমি আমাকেই

 

 

সংবাদটি শেয়ার করুন