সাহিত্য ও কবিতা

সুরমা নদীর সাগর মিলন


সুরমা নদীর সাগর মিলন
বিশ্বজিৎ মানিক

সুনামগঞ্জে সুরমা নদী – কতো বেশি চওড়া
দেখে যেন মনে হয় – কলকাতার ঐ হাওড়া।

সিলেট বেয়ে ছাতক হয়ে – সুনামগঞ্জে আসে
শহর বন্দর গড়ে উঠে – নদীটির দুই পাশে।

লঞ্চ, স্টিমার, কার্গো চলে – পানির উপর দিয়ে
বোঝাই করে চলে এসব – মানুষ, পন্য নিয়ে।

যোগাযোগে জলপথ – সব থেকেই ভালো
চাঙা রাখে জল, নদীপথ – অর্থনীতির আলো।

দেশের সীমা ধরছে নদী – থানা জকিগঞ্জ
জকিগঞ্জের পাশেই আছে – আসাম করিমগঞ্জ।

আসামের লুসাই পাহাড় – জন্ম নদীর হয়
বানের পানি আসে যতো – তার মাঝেতেই বয়।

জন্ম তারিখ কত তার – আমার নহে জানা
আসামের পাহাড়ি ঢল – সুরমাতে দেয় হানা।

এঁকেবেঁকে চলে নদী – এদিক ওদিক করে
এপাড় ভাঙ্গে যখন সে – ওপাড় কে দেয় গড়ে।

বাংলাদেশে প্রবেশ করে – নদীর দুটি ধারা
একটি হলো সুরমা আর – অপরটি কুশিয়ারা।

এর আগেতে এই নদীটি – বরাক নামেই ছিল
কুশিয়ারা নদী নবীগঞ্জে – বিবিয়ানা নাম নিলো।

মনু নদী মনু মুখে – কুশিয়ারায় পরে
দুইটি নদীর মিলন হলে – স্রোতধারা বাড়ে।

আজমিরীগঞ্জে সুরমা নদীর – কালনীতে হয় দেখা
আরও কিছু এগিয়ে গিয়ে – দক্ষিণে হয় বাঁকা।

কুশিয়ারা আর সুরমা নদী – একসাথে মিলে
মেঘনা নামে বড় নদী – বাঁকেবাঁকে চলে।

চাঁদপুর গিয়ে তার – পদ্মাতে হয় মিলন
তার গতি আর বিক্রম কিন্তু – নদীতে খুব বিরল।

পদ্মা নদীর ইলিশ মাছ – স্বাদে গন্ধে শ্রেষ্ঠ
জেলেরা সব জাটকা মেরে – করছে পোনা নষ্ট।

ইলিশ মাছের ঝাঁক উঠে যায় – সুরমা নদীর জলে
জেলেরা সব ধরে মাছ – নদীতে জাল ফেলে।

বর্ষাকালে সুরমা নদী – রুদ্ররূপ ধরে
আসামের জল, পড়ে গিয়ে – বঙ্গোপসাগরে।

এই হলো সিলেটের – সুরমা নদীর রূপ
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা – কীর্তি অপরূপ।

৩০/০৫/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন