বাংলাদেশ সফরে যাচ্ছে ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস
February 29, 2020
বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছে ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস
ব্রাওয়ার্ড কাউন্টি, ফ্লোরিডা :-বাংলাদেশ সফরে যাচ্ছে ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস । জানা যায় বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিনিধি দোল নিয়ে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস। বাংলাদেশ সফরকে সামনে রেখে মেয়র ডেল হলনেস বলেন, ব্রাওয়ার্ড কাউন্টির বিভিন্ন ব্যাবসায়িক সংস্থাগুলিকে আকৃষ্ট করতে এবং ব্যবসার নতুন বাজারে প্রসারিত করতে চাইলে স্থানীড ব্যবসায়িদের সহায়তা করার জন্য জাতীড এবং আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার সাথে সাথে সকলের মধ্যে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাণিজ্য মিশনগুলুকে অব্যাহত রাখতে হবে।
আগামী মার্চ মাসে মেয়র ডেল হলনেস বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ঢাকায় বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মিশনের জন্য বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগকারী দেশ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে মোট ৭.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে , “বলেছেন মেয়র হলনেস। যুক্তরাষ্ট্র থেকে শীর্ষস্থানীয় রফতানি পণ্যের মধ্যে রয়েছে তেল, বীজ, টেক্সটাইল, ধাতব ধাতু, সিরিয়াল এবং কৃষি পণ্য। প্রকৃতপক্ষে, কৃষি পণ্য রফতানি ২০১৬ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে ৮৮৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি ইকোনমিক অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট অফিসের সহযোগিতায় মেয়র ডেল হলনেস এবং ব্রাওয়ার্ড কাউন্টির ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে ব্যবসার জন্য এক সভায় মিলিত হবেন। বৃহত্তর ঢাকা অঞ্চলের ২০.২ মিলিয়ন জনসংখ্যা নিয়ে ঢাকা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং ষষ্ঠ-সর্বাধিক ঘন জনবহুল শহর। এটি বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে সমস্ত ব্যবসায়িক মালিকরা বুঝতে পারে না যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। এই ধরণের সফর এবং বৈঠক শক্তিশালী ব্যবসায়ীক সম্পর্ক তৈরির পথ খুলে দেয় এবং পণ্য ও পরিষেবার রফতানি বাড়ায়। উল্লেখ্য ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস’র এই বাংলাদেশ সফরে সহযোগীতা করছেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স সভাপতি আতিকুর রহমান আতিক।
হোটেল বুকিং জটিলতায় যেতে পারেননি হাজারো সৌদিগামী রাশিম মোল্লা। শরীয়তপুরের প্রবাসী শাহ্জালাল। সৌদি আরব যাওয়ার জন্য বাড়ি থেকে গত বুধবার সকাল ৯টার দিকে বের হন। ফেরিঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। ফেরিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পুলিশ তাদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়। পরে ঘাটের আশপাশেই নির্ঘুম রাত কাটিয়ে কাওরান বাজারের হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সৌদি এয়ারলাইন্সে আসেন। […]
President Mahtab, Secretary Yasin The new committee of the NRB CIP Association Mohammad Mahtabur Rahman, Chairman of NRB Bank and Al Haramain Group of UAE, elected as the President of NRB CIP Association, the apex organization of expatriate Bangladeshis for the second time while Mohammed Yaseen Chowdhury, Chairman of Akhtar Al Baluchi Group of Oman elected as the new General Secretary […]
যথাযোগ্য মর্যাদায় নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস এবং ‟আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন নাইজেরিয়ার আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় “শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে শুরুতে হাইকমিশনে নির্মিত প্রতীকী শহীদ মিনারে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ জনাব মো: আনিসুর রহমান, ভারপ্রাপ্ত হাইকমিশনার পুষ্পস্তবক অর্পণ করেন। […]