ফিচার্ড সাহিত্য ও কবিতা

ঈশ্বরও অসহায় |||| সুমিত মোদক

ঈশ্বরও অসহায় |||| সুমিত মোদক


 

কাঁদছে হেমন্তের দুপুর ;

কাঁদছে হেমন্তের বিকাল, সন্ধ্যা, রাত, গভীর রাত;
সারাটা সকাল …
কাঁদছে এক প্রেমের সাক্ষী হয়ে,
কাঁদছে এক দীর্ঘ লড়াইয়ের সঙ্গী হয়ে;
অথচ, সে লড়াইয়ের শেষ হয়ে গেলো আরেক নিঃশব্দে;
 
মেয়েটা তো বাঁচতে চেয়েছিল আর পাঁচটা মেয়ের মতো ;
বাঁধতে চেয়ে ছিল একটা ঘর, একটা সংসার,
একটা নিজস্ব স্বরলিপিতে;
কিন্তু, বাধ সাধলো নিয়তি ;
একটু একটু করে কুরেকুরে খেলো মারণ ব্যাধি;
 
প্রথম থেকেই লড়াইটা করে গেছে ব্যাধির সঙ্গে,
নিজের সঙ্গে;
শিল্পীর কখনও মৃত্যু হয়না জেনে শিল্পকে আগড়ে বাঁচতে চেয়েছিল;
প্রেমিককে আগড়ে বাঁচতে চেয়েছিল;
হয়তো সে কারণেই শিল্পী জগৎ ও প্রেমিক-পুরুষ 
টেনে নিয়েছিল বুকের মধ্যে;
আজ সে বুক শূন্য করে চলে গেল মহাশূন্যে;
 
যেখানে তারারা আলো দেয় রাত দিন;
যেখানে বাতাস দাঁড়িয়ে থাকে চুপচাপ অনন্ত কাল;
নেচে চলে মহাকাল, প্রেমের স্বরলিপি …
 
সেই কম বয়স থেকে লড়াই, লড়াই আর লড়াই;
লড়াই দিতে দিতে শরীরটা আর নিতে পারছিল না;
হাপিয়ে উঠছিল বার বার;
কিন্তু , মনের জোরের কাছে প্রতিবারই হার মেনে ছিল সময়;
সময়ও পিছু হাঁটছিল আগুন থেকে;
দাউ দাউ আগুন থেকে;
 
একটা পরিবার থেকে দুটো পরিবার;
দুটো পরিবার থেকে লাখো লাখো পরিবার লড়াই নেমে পরে ছিল মেয়েটাকে বাঁচাবার জন্য;
সকলেই চেয়ে ছিল মেয়েটা ফিরে আসুক বাড়িতে,
নিজের জগতে;
সেটা আর হয়ে উঠলো না;
হার মেনে নিলো অঘ্রাণে ভর দুপুর ;
মেঘলা আকাশে জমে যায় অজস্র দুঃখ , যন্ত্রণা , অভিমান …
অসহায় হয়ে পড়ে প্রেমিক-পুরুষ , ঈশ্বর ;
ঈশ্বর মাঝে মাঝে এতোটাই অসহায় হয়ে পড়ে যে ,
দু চোখের পাতা ঝাপসা হয়ে ওঠে  ;
 
এ ভাবে তো পরাজয়ের কথা ছিল ঐন্দ্রিলা-র !
চব্বিশটা বছরেই হৃৎপিণ্ডের স্পন্দন স্তব্ধ হয়ে যাবে ;
কেই মেনে নিতে পারনি ;
পারবে নাও  …
 
নিঃশব্দ এ মাঝরাতে কে ধরলো রাগ মালকোষ !
কে দু পায়ে পরে নিলো নটরাজ-মুদ্রা  !
 
ধুধু এক ফাঁকা মাঠ হৃদয় নিয়ে ফাঁকা কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে প্রেমিক-পুরুষ , সব্যসাচী ;
কন্ঠিবদল করেছে চিতা জাগানোর আগে ;
অথচ , আগে পরে বলে আর কিছুই থাকলো না ;
কেবলমাত্র থেকে গেল এক অমরত্ব ;
যে অমরত্বের আলোতে জেগে থাকবে শাশ্বত প্রেম কাহিনী , 
তার শিল্প কর্ম ;
 
অঘ্রাণের লাজুক রোদ্দুর ভাবেনি হঠাৎ করে ঘুমিয়ে পড়বে দুপুর ;
জেগে উঠবে শত সহস্র চোখের জল ;
ঘটে যাবে এক নক্ষত্র পতন …
 
ঈশ্বর নিজের কাছে অসহায় হয়ে পড়লে 
সময়ের কাছে আর কিছু করার থাকে না ;
নীরব কান্না ছাড়া আর কিছুই থাকে না মানুষের ;
কেবল জেগে থাকে অমরত্ব ।
 
সংবাদটি শেয়ার করুন