ফিচার্ড বিনোদন

একটা সময় সিঙ্গেল ছিলাম না কিন্তু এখন সিঙ্গেল আছি

আরিয়ানা জামান

একটা সময় সিঙ্গেল ছিলাম না কিন্তু এখন সিঙ্গেল আছি

বাংলা সিনেমার এখন সুদিন চলছে, এই ঈদে মুক্তির অপেক্ষায় প্রায় ডজন খানেক ছবি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদে মুক্তি পাচ্ছে রোশান ও ববি অভিনীত সিনেমা পাপ।  এই সিনেমা দিয়েই বড় পর্দায় আসছেন নবাগত নায়িকা আরিয়ানা জামান।  একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থীর নায়িকা হয়ে উঠার গল্প জানাবো আজ। সাক্ষাতকার নিয়েছেন মো. সোহাগ বিশ্বাস… 

কেমন আছেন? 
ভালো আছি, আপনি কেমন আছেন?
২০১৯ সালে অভিনেতা সজলের সাথে একটি নাটকের মধ্য দিয়ে আপনার জার্নি শুরু পরের গল্পটা শুনতে চাই। 
২০১৯ বা ২০ এর দিকে আমি সজল ভাইয়ের সাথে একটা নাটক করেছিলাম।  এরপর র‌্যাম্পে নিয়মিত কাজ করছি, টুকটাক কয়েকটা নাটক ও মিউজিক ভিডিও তেও কাজ করা হয়েছে।  এরপর জাজ এর মাধ্যমে বড় পর্দায় আসা।


বিবিএর শিক্ষার্থী হয়ে মিডিয়ার জগতে কেন আসা?
ব্যবসা করবার ইচ্ছা বরাবরই আছে তবে আগে টাকা উপার্জন করতে চাই। যখন বুঝতে পেরেছি কিছু একটা করতে হবে তখনই মিডিয়াকেই বেছে নিয়েছি। আসলে যখন বিবিএ তে ভর্তি হই তখনই ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করব।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শুরু হওয়াটাকে কিভাবে দেখছেন? 
জাজের মত এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে আসতে পারাটা সৌভক্তির বিষয়। যারা এখন পর্যন্ত জাজের  মাধ্যমে এসেছে তারা সবাই সাকসেসফুলি কাজ করছে। আমিও বিশ্বাস করি ভালো একটা ফিউচার পাব।
এখনতো সিনেমা কমে যাচ্ছে, অভিনেতা অভিনেত্রীরা ওটিটির দিকে ঝুকছে, আপনি কি করবেন? 
এবার ঈদে প্রায় দশটার বেশি ছবি মুক্তি পাচ্ছে, তার মানে এখন মানুষ সিনেমা দেখছে। কিছুদিন সিনেমার একটা খারাপ অবস্থা ছিল সেটা ঠিক হয়ে আসছে। আর ওটিটি প্লাটফর্মে আমিও কাজ করছি। চরকির মহানগর টুতে আমি অভিনয় করেছি। দুই মাধ্যমেই সমান ভাবে কাজ করে যেতে চাই।


নিজেকে নায়িকা নাকি অভিনেত্রী হিসেবে দেখতে চান?
একটা সময় নায়িকা হতে চেয়েছিলাম এখন  অভিনেত্রী হতে চাই।
ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল নাকি মিঙ্গেল? 
একটা সময় সিঙ্গেল ছিলাম না কিন্তু এখন সিঙ্গেল আছি। তবে ভালো মনের কাউকে পেলে অবশ্যই মিঙ্গেল হব।


ধন্যবাদ আপনাকে 
আপনাকেও ধন্যবাদ

-আমার সংবাদ

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন