কানাডার সংবাদ ফিচার্ড

কানাডা কর্তৃক ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি Recognition to Genocide of 1971 by Canada

Dr. Jeremy Melvin Maron

কানাডা কর্তৃক ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি Recognition to Genocide of 1971 by Canada

টোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে এবং বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা (বিসিবিএস); মুক্তিযুদ্ধ জাদুঘর (এমএলডব্লিউ), ঢাকা; কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা (সিআরআরআইসি) সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ সেন্টারের সহযোগিতায় গত বছর কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস (সিএমএইচআর)-এ ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনী কর্তৃক বাংলাদেশে বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে আবেদন করা হয়। সিএমএইচআর কানাডার কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত জাদুঘর, যা বিশ্বের একমাত্র মানবাধিকার জাদুঘর। উল্লেখ্য, এ বিষয়ে আবেদনের পর, অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস (সিএমএইচআর)-এ একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে যেখানে গণহত্যা বিষয়ে বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, কূটনীতিক ও শিক্ষাবিদবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে আলোচকবৃন্দ বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে একমত পোষণপূর্বক জোর গুরুত্বারোপ করেন।

সিএমএইচআর কর্তৃক গণহত্যার আবেদনটি পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে উক্ত জাদুঘরের হলোকাস্ট এবং গণহত্যা বিষয়ক কিউরেটর ড. জেরেমি মেলভিন মেরন আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৩ ঢাকা সফর করবেন। বর্তমানে সিএমএইচআর উল্লিখিত গণহত্যার স্বীকৃতির আবেদনটি পর্যালোচনা করছে এবং এ প্রক্রিয়ার অংশ হিসাবে সংশ্লিষ্ট জাদুঘর কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে ড. জেরেমি ১৯৭১ সালে ঢাকা ও সংলগ্ন যে সমস্ত এলাকায় গণহত্যা সংঘটিত হয়েছিল, উক্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করবেন এবং একই সাথে  ১৯৭১ সালের গণহত্যায় নিহত পরিবারের সদস্য ও গণহত্যায় বেঁচে যাওয়া নির্যাতিতদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতিনির্ধারক এবং গণহত্যা ইস্যুতে অন্যান্য জাতীয় বিশেষজ্ঞদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বাংলাদেশে তাঁর অবস্থানকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে ড. মেরনকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

গণহত্যার স্বীকৃতি সংক্রান্ত আবেদনটি গৃহীত হলে সিএমএইচআর গণহত্যা সংক্রান্ত দলিল ও প্রমাণাদি জাদুঘরে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করবে। একই সাথে আবেদনটি গৃহীত হওয়ার পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সাল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উক্ত জাদুঘরের “Time Stream”-এ স্থায়ীভাবে প্রদর্শন করা হবে। গণহত্যা সংক্রান্ত দলিল ও প্রদর্শিত প্রমাণাদি উক্ত জাদুঘরে স্থায়ীভাবে প্রদর্শনীর মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশে গণহত্যার বিষয়ে কানাডায় অধিকতর গণসচেতনতা তৈরী হবে এবং গণহত্যার স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recognition to Genocide of 1971 by Canada

The Bangladesh High Commission in Ottawa in collaboration with the Bangabandhu Centre for Bangladesh Studies in Canada (BCBS); the Liberation War Museum (MLW), Dhaka; the Centre for Genocide Studies of Dhaka University and the Conflict and Resilience Research Institute Canada (CRRIC) made a submission for Recognition to the Genocide perpetrated by Pakistani occupation forces in Bangladesh in 1971, to the Canadian Museum for Human Rights (CMHR) last year. CMHR is a Federally managed Museum in Canada. It is also the only Human Rights Museum in the World. After the submission, Bangladesh High Commission, Ottawa organized an International Seminar in CMHR participated by international experts, intellectuals, diplomats and academicians. The seminar discussed the genocide of 1971 in Bangladesh and emphasized for its global recognition.

The CMHR is currently undertaking a review of the said submission and as part of the review process, Dr. Jeremy Melvin Maron, Curator of Holocaust and Genocide Content, CMHR and in charge of reviewing and recommending the submission to the concerned authorities of CMHR for acceptance, would be visiting Dhaka from 6 to 12 February 2023. During his stay in Dhaka, Mr. Maron would visit some of the sites where genocide took place and meet the members of the families of the victims and the survivors of the genocide of 1971 as well as Liberation War Museum, Bangabandhu Memorial Museum and other Museums and also access to the relevant archives and evidences of genocide. He will also meet senior officials and policy makers of the Ministry of Foreign Affairs and other national experts in genocide issues. Ministry of Foreign Affairs and Liberation War Museum will be jointly organizing and managing his visit in Bangladesh.

Once the submission is accepted, CMHR would permanently display the “Evidences and Exhibits of Genocide” in the Museum. At the same time, Year of the Birth of Bangladesh and the Portrait of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman would also be placed in the “Time Stream” of the Museum. Acceptance of the Submission and permanent display of “Evidences & Exhibits of Genocide” in the CMHR is an important step towards raising awareness about Genocide in 1971 and its recognition in Canada.

 

 


সংবাদটি শেয়ার করুন