শাহজালাল সুজন-এর ছড়া স্মৃতিমাখা শৈশব ছোট্ট বেলায় খেলার সাথী করতাম মজা বেশ, আজও মনে রয়ে গেছে শৈশব স্মৃতির রেশ। পড়ার ছলে হরেক খেলা করতাম কত রোজ, স্মৃতির পাতায় ভেসে ওঠে মা রাখতো তাঁর খোঁজ। খেলার মাঠে হৈ হুল্লোড়ে সদাই চঞ্চল মন, সারাটাদিন কেটে যেতো আসতো সন্ধ্যা ক্ষণ। খাতার পৃষ্ঠে নানান ছবি আঁকতাম […]
পুলক বড়ুয়া |||| রূপসাগরে ডুব সাঁতারে তোমাকে পেলে বা আমাকেই পেলে তুমি পুলক বড়ুয়া বেশ তো তোমার হাতেখড়ি হব, বাল্যশিক্ষা হব প্রাথমিক পাঠ হব নূপুরের মতোন তোমার পায়ের ঘুঙুর হব তোমার শিখন হব তোমার বুকের গহনে গহীনে আমাকে ডুবিয়ে রেখ আমি ডুব সাঁতারে তোমার রূপসাগরে নামব সাদা কাগজে, খাতার ‘পরে—ক্যানভাসে আমাদের সাজাব, গড়ব কাটাকুটি করব, […]
লক্ষীপুরের লক্ষী ছেলে |||| বিশ্বজিৎ মানিক লক্ষীপুরের লক্ষী ছেলে – পাপুল মিয়ার ছড়া জীবনটা তার দেখছি এখন – অপকর্মেই ভরা। নেটওয়ার্কটি ছিল তার – সিন্ধু সাগর তীরে পাচারকারী দুষ্টরা তাই – তার কাছেতেই ভীড়ে। মানবপাচার, মানিলন্ডারিং – ভিসা জালিয়াতি দেখছে সবাই খুঁজ নিয়ে তার – আছে বহুত খ্যাতি! এমন গুণি মানুষ যখন – আমার দেশেই […]