নারায়ণগঞ্জ ট্রাজেডি |||| বিশ্বজিৎ মানিক কতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমার সোনার বাংলায় ঘটনার পিছনে দায়ী আছে যারা নিচ্ছে না কেহ তার দায়। চার সেপ্টেম্বর শুক্রবার রাতে ছিল মসজিদে প্রার্থনারত ভাবেনাই কেহ হয়ে যাবে বুঝি নিমেষেই ক্ষতবিক্ষত। তিতাসের গ্যাসে করে ছারখার আগুনের লেলিহান শিখায় জানা ছিল কি এ পরিণতি কারো হতে পারে প্রার্থনায়? নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস […]
সিদ্ধার্থ সিংহের দু’টি অণুগল্প দেখছ না গাড়ি চালাচ্ছি বউকে নিয়ে গাড়ির সামনে এসে বিকাশ বলল, রতন চাবিটা আমাকে দে। আজ আমি গাড়ি চালাব। তুই পিছনে গিয়ে বস। বিকাশ গাড়ি চালাচ্ছে। পাশের সিটে বউ। বউ মাঝেমাঝেই দুষ্টুমি করে তাকে কনুই দিয়ে খোঁচা দিচ্ছে। কখনও গালে হাত বোলাচ্ছে। কখনও কাতুকুতু দেওয়ার চেষ্টা করছে। বিকাশ দু’-তিন বার বারণ […]
রঙিন রং ||| তুষার আচার্য্য হাসিতে যে রঙ ঝরে, তাঁর রঙে পবিত্র হই আমি। চোখের মায়াবী তীক্ষ্ণতায়, নীল প্রেমে পড়ি আমি। গালে, নাকে, গলায় অদৃশ্য আলোয়, জেগে ওঠে সোনালী ঘাম। খাঁজে ভাঁজে রোমকূপের অন্তরে লিখিত প্রেম সিঞ্চিত নাম। বৃন্দাবন ধাম। রাধিকার সৌরভে ছুটে চলে সকল কাম। রাঙিয়ে দিয়ে যাই প্রতিবার, ছুঁয়ে অলক পান। পদরেনুর মাঝে […]