সাহিত্য ও কবিতা

খাপ খোলা তলোয়ার |||| পুলক বড়ুয়া


খাপ খোলা তলোয়ার
-পুলক বড়ুয়া

বন্ধুত্বের আঙুলে কীসের—অঙ্গুরীয় ?
কব্জিতে কাঁকন : সোনার ! চাই না । খুলে
ফেল, খুলে ফেল তাকে । ওখানে তোমাকে
আড়াল করুক কেউ অসহ্য আমার ।

তোমার হাতের সাদামাটা পরশের
কোমলতা ছুঁয়ে চকিতে উঠব জেগে
হব শিহরিত, শরীরে শরীর রেখে
বার্তা খেলে যাবে ঝড়ের সবেগে তীব্র
তুমুল আমূল বিদ্যুল্লতার মতোন
আপাদমস্তক শিহরণ, আলোড়ন ।
চাই না বেহাত হোক, হারাতে চাই না;
মুক্তহস্তে থাক শুধু ভরসা-বিশ্বাসটুকু ।

বিশুদ্ধ-সুন্দর একখানা হাতমাত্র,
নিরহঙ্কার-নিরলঙ্কার একখানা
শুদ্ধ হাত আমার নিপাট বহুমূল্য
কামনার ধন—থাকুক না সারাক্ষণ;
প্রথমত: আমার হাতের নিচে তার
করতল ফুঁড়ে চাপা উষ্ণতার স্রোত
বয়ে যাবে তনুমনজুড়ে—কী দিয়ে তা
ঢাকব—তোমার সর্বাঙ্গে রাখিব অঙ্গ !

অহঙ্কার-অলঙ্কার পড়ে থাক তাই, থাক
তফাতে, নিরাভরণ সৌন্দর্য বৈদূর্য !

খাপ খোলা তলোয়ার খাপে খাপ থাক !



সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন