সাহিত্য ও কবিতা

পুলক বড়ুয়া |||| চার অণুকাব্য

চার-অণুকাব্য

পুলক বড়ুয়া |||| চার অণুকাব্য


১.
তুমি

তোমার হৃদয়ের দুর্বলতার খবর কী ?

তুমি একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হও :
তিনি তোমার হৃদয়ের জটিলতা টের পাবেন !

তুমি এত দেরী করছো কেন ?
তুমি  কি তোমার নিজেরও সর্বনাশ করতে চাও !

২.
শ্রীমতি

কে না ভালোবাসে বলো, সোহাগী সময় ?
আমিও ভেসেছি ভালো শ্রীমতি হৃদয় ।
জনাবা হৃদয় বড়ো সদয় বেগম,
দেখিয়া ময়ুরপুচ্ছ খুলেছে পেখম !

৩.
তরঙ্গ 
তুমিই শেখালে
তুমিই দেখালে
আপন দেয়ালে
যুগল খেয়ালে

মনোময় রূপ
সহৃদয় খুব
তনুখানা চুপ
তরঙ্গ স্তূপ !

৪.
পালকি

ঐ দেখা যায় পালকি
বউ সাজবে কাল কি ?
আমার বাড়ি
সাগরদাঁড়ি
মধুকবির দেশে
আসবে ভালোবেসে ?

 

পুলক বড়ুয়া |||| চার অণুকাব্য



সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন