সাহিত্য ও কবিতা

দুষ্কৃতিরা পড়লে ধরা!   |||||   বিশ্বজিৎ মানিক


দুষ্কৃতিরা পড়লে ধরা!   |||||   বিশ্বজিৎ মানিক


আইনশৃঙ্খলা বাহিনীগুলো – হচ্ছে সরব দেখে
জাগছে আশা মনের মাঝে – বাড়ছে সাহস বুকে
ব্যর্থ রাষ্ট্র করতে যখন – দুষ্কৃতিরা ব্যস্থ
জীবনবাজি রেখেই পুলিশ – করছে তাদের ত্রস্ত।

পড়ছে ধরা দুষ্কৃতিরা – দেখছি ঝাঁকে ঝাঁকে
আশঙ্কাটি থেকেই গেল – বেরোয় যদি ফাঁকে
ভিকটিমেরা মরবে কেহ – পড়বে বেড়াজালে
দুষ্কৃতিদের নতুন করে – লাগবে হাওয়া পালে।

নগদ যদি করা যেতো – আশকারাটি শেষ
অক্কা পেতো দুষ্কৃতিরা – রক্ষা পেতো দেশ
নষ্ট লোকের ধরায় থাকার – প্রয়োজন আছে কিসে?
থাকলে ধরায় যাবেই ওরা – সবার সাথে মিশে।

বড়ভাইদের অনুকম্পায় – উঠবে আবার জাতে
কাঁপবেনা আর হাতটি তাদের – প্রাণটি কেঁড়ে নিতে
সদলবলে চলবে পথে – যেমন খুশি সেজে
আমজনতার উঠবে আবার – মৃত্যু ঘণ্টা বেজে।

আইন আদালত আছে দেশে – করছেনা তো কেয়ার
বড়ভাইরা ওঁৎ পেতে সব – আছে তাদের নেয়ার
পলিটিক্সে লাগবে কাজে – ছোটভাইদের দল
ট্রেডিশনটি এখন যেন – ওরাই তাদের বল।

সবাই যদি একযোগে ভাই – করতো ঘৃণা মনে
থাকতোনা আর সংযোগাযোগ – দুষ্কৃতিদের সনে
আমার দেশটি পারতো হতে – সবার সেরা দেশ
আমজনতা থাকতো সুখে – শান্তি পেতো বেশ।

কুকাজ করে পড়লে ধরা – দলের  কথা উঠে
একটা শ্রেণী আছে দেশে – গন্ধ খুঁজে ছুটে
বলছি আমি, শুনছনা কেউ – দল কোন নেই এদের
শক্তিশালী ঘর যেটি হয় – বলে সে ঘর তাদের।

ঘরের মালিক আছো যারা – বের করে দাও পোকা
আমজনতা নইলে হে ভাই – দেবেই পিঠে ঠোকা
ঠোকার জ্বালা সইবে না তাই – বনবাদাড়ে যাবে
ভুলের মাশুল সেদিন তুমি – একাই শুধু দেবে।

আইনশৃঙ্খলার দায়িত্বটি – আছে যাদের কাঁধে
কলাকৌশল করেই তাঁরা – ফেলবে তোমায় ফাঁদে
বলছি আমি, ও বড়ভাই – হও তুমি সাবধান
দুষ্কৃতিরা পড়লে ধরা – যাবেই তোমার মান।


০৯/১০/২০২০ খ্রিস্টাব্দ।

 



সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন