বিশ্ব

‘লুজার’ লিখে সার্চ দিলেই আসছে ট্রাম্পের নাম

ট্রাম্পের নাম
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প

‘লুজার’ লিখে সার্চ দিলেই আসছে ট্রাম্পের নাম

সদ্য শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই টুইটারে ‘লুজার’ বা ‘পরাজিত’ লিখে সার্চ দিলেই চলে আসে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। অন্যদিকে, টুইটারের ‘পিপল’ ট্যাবে ‘উইনার’ বা ‘বিজয়ী’ লিখে সার্চ দিলে আসে জো বাইডেন ও তার রানিংমেট কামালা হ্যারিসের অ্যাকাউন্ট।

টুইটার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে বহু মানুষ যেসব শব্দ দিয়ে সার্চ দেয়, তার ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম চলে আসে। এদিকে, নির্বাচনে হারার ফলে টুইটারে বিশেষ সুবিধাও হারাবেন ট্রাম্প। তাকে আর ‘সংবাদযোগ্য ব্যক্তি’ বলে গণ্য করবে না টুইটার। ট্রাম্পকে টুইটারের নিয়ম মেনে চলতে হবে, নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থগিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন