সাহিত্য ও কবিতা

দুরন্তের লক্ষ্য |||| বিশ্বজিৎ মানিক


দুরন্তের লক্ষ্য |||| বিশ্বজিৎ মানিক
______________________________________________
দুরন্ত এই দুষ্ট ছেলে উঠছে কলার গাছে
ভয়টি কি তার আছে প্রাণে পড়তে পারে নিচে?
বিশ্ব বিজয় করবে ছেলে স্বপ্ন আছে তার
দেখলে বাবা কঞ্চি দিয়ে এমন দেবে মার!

মারের চোটে ভোঁ দৌড় দেবে খুঁজবে মায়ের কোল
বলবে ছেলে কান ধরেছি করবো না আর ভুল
দাও না বাবা ক্ষান্ত এবার কঞ্চিটা দাও ফেলে
উঠছি আমি কলার গাছে শুধুই কি আর ভুলে?

করছি যাচাই সক্ষমতা আছে কতো মোর
ইচ্ছে ছিল পারলে ইহা যাবোই অনেক দুর
কলা গাছের শিখর পানে চোখটি যখন পড়ে
উঠবোই আমি শিখর চূড়ায় জেদটি মনে ধরে।

মঙ্গলেতে যাচ্ছে মানুষ বলছে আমায় দাদা
হিমালয়ের চূড়ায় উঠে টানায় নিশান সদা
সাগর জলে বীর ডুবুরি দিচ্ছে যখন ডুব
তাদের বাবা কঞ্চি হাতে জানাচ্ছে কি ক্ষোভ?

ক্ষুদ্র ভুলে ছেলের পিঠে মারটি যখন পড়ে
বিজয় নিশান ছেলের হাতে উঠবে কেমন করে?
এই বয়সে লক্ষ্য যদি না হয় ছেলের স্থির
কেমন করে তোমার ছেলে হবেই বাবা বীর?

১৫/০১/২০২১ খ্রিস্টাব্দ।

 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন