প্রবাসের সংবাদ ফিচার্ড

নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালীর মতবিনিময় সভা ও আংশিক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালীর মতবিনিময় সভা ও আংশিক কমিটি ঘোষণা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালী প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর প্রাণের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি, ইতালী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৮ ঘটিকায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় স্পাইছি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী সাবেক প্রধান উপদেষ্টা বজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী বৃহত্তর ঢাকাবাসী সহ নারায়ণগঞ্জবাসী ও বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী উপদেষ্টা মোক্তার রহমান মাকতুল সহ ইতালির প্রবাসী নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যর মাধ্যমে বলেন ইতালীতে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে শুরু হলো আমাদের দীর্ঘ পথ চলা। আমরা আশা রাখবো তারা আগামীতে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে মানুষের সহযোগিতার জন্য কাজ করে যাবে।

মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে সাবেক প্রধান উপদেষ্টা বজলুর রহমান একটি আংশিক কমিটি ঘোষণা করেন এতে নবগঠিত ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে রাম কানাই সাহা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেল এর নাম ঘোষনা করেন। এবং আগামী ৩০দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

 



সংবাদটি শেয়ার করুন