সাহিত্য ও কবিতা

পুলক বড়ুয়া | লকডাউন

ভাইরাস করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া
পুলক বড়ুয়া
লকডাউন

এখন করোনাকাল

এখন করোনা-আন্দোলন
করোনা-অসহযোগ
করোনা-ধর্মঘট
করোনা-বন্‌ধ

দেশে দেশে লকডাউন
বাড়ি থেকে বেরোনো বারণ
তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল অকারণ
তোমার সঙ্গে আর দেখা হবে না
কতোকাল, কতদিন কিংবা অনেক দিন
হয়তোবা কোনদিন

এর নাম করোনা-কারণ
এর নাম করোনা-বারণ
এর নাম করোনা-হানা
এর নাম করোনা-মানা

আমাদের সমবেত হতে বাধা
তোমার সঙ্গে আমার সময় কাটানো নিষেধ
তোমার সঙ্গে আমার দেখাদেখিতে বিধি বাম
তোমার সঙ্গে আমার মুখোমুখির মুখে তর্জনী
বিন্দুমাত্র কাছাকাছি হওয়া সাজে না
ঘনিষ্ঠতায় অঘটনঘটনপটিয়সী …
ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ বিমূর্ত বিমার …

আমরা এক অসামাজিক সামাজিক সকাশে …
আমরা এখন একাকী লড়াইয়ে
জরুর-বিরহ-বিচ্ছিন্ন
সামাজিক নির্বাসিত
আরোপিত দূরত্ব মেপে চলি
এতটা অদ্ভুত যাতনা একটা যাপন করিনি—
কেমন কালকেউটে কাল
চারিদিকে বেসামাল কালসাপ কাল

পিরিতি এখন করোনা-পীড়িত—করোনা-কোমায়—
আমাদের অচেতন-ভালোবাসা-টান—আইসিইউতে—
সচেতন-ভালোবাসা—ঘরোয়া-গ্রেপ্তারে—বেঘোর বিষন্নতায়—ডুব সাঁতারে—করোনা-কবরে—

আমরা নিজেই নিজের কাঁধে সোয়ারী আজ—
ভাইরাস আমাদের কাফন পরাতে পারে—
আমাদের ভালোবাসাকে কফিনবন্দী—
দাফন করতে পারে না—

ভালোবাসাকে কোথাও লকডাউন করা যায় না
মরে গেলেও না
হৃদয়কে কবর দেওয়ার মালিক নেই
হৃদয়কে কবর দেওয়ার কেউ নেই
হৃদয়কে কবর দেওয়া জায়েয নয়
অন্তর অমর

আত্মার মৃত্যু নেই

 

সি/এসএস



 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =