সাহিত্য ও কবিতা

ফাল্গুনে আল্পনা ||| পুলক বড়ুয়া 

ফাল্গুনে আল্পনা ||| পুলক বড়ুয়া 
 
এখন একুশ মানে কী শুধুই শহিদ মিনার
একুশের সারারাত সারাদিন শুধু ফুলে ফুলে ঢাকা
এখন একুশ মানে শুধু শহিদ মিনার
মধ্যরাত থেকে শুধু ফুলে ফুলে ঢাকা
এখন একুশ মানে শুধু বইমেলা
মানে বর্ণমালা সাজি হয়ে বর্ণমেলা
এই নিয়ে দিনে দিনে সে অনেক বড় হয়ে 
উঠেছে, উঠছে—দুনিয়া এখন তাকে চেনে—
শুধু শহিদ দিবস না—আন্তর্জাতিক মাতৃভাষা 
দিবস হিসেবে—এখন সে দুনিয়ার বুকে 
ভাষার মিনার হয়ে মনের মিনার হয়ে
হৃদয়ের সুতীব্র মিনার হয়ে টান টান ঋজু হয়ে  
সুরম্য দাঁড়িয়ে আছে প্রবল অমিয় 
আটই ফাল্গুন—আগুন—অমর একুশে ফেব্রুয়ারি
 
ভাষিক দলিল—ভাষার স্মারক
 
ভূলোকে একটি নামি দিন
ভূলোকে একটি দামি ঋণ
হৃদয়ের অলিন্দ নিলয়ে রক্তের হরফে লেখা দিন
হৃদয়ের অলিন্দ নিলয়ে রক্তের হরফে দেয়া ঋণ
মহাবিশ্বে ভাস্বর সংগ্রামী ঋণ
মহাকালে বাঙ্ময় বরেণ্য দিন
দেশে দেশে ইপ্সিত হার্দিক দিন
দেশে দেশে স্বীকৃত শাশ্বত ঋণ
দুনিয়ার দরবারে মায়ের ভাষার বিপন্ন-তারিখ 
দুনিয়ার দরবারে সবচে’ মর্যাদাপূর্ণ বিস্ময়-তারিখ 
এখন সে কেবল বাংলা ও বাঙালির নয়
এখন সে সব দেশ সব জাতি—তাবৎ ভাষার
তামাম দুনিয়া তাকে কুর্ণিশ জানায়
 
আটই ফাল্গুনে আল্পনা আঁকে 
পথ থেকে পথে নামা লিপির অবাধ ধ্বনি
রাজপথে পলাশের রঙমাখা ধ্বনিমালা
আটই ফাল্গুনে আল্পনা আঁকে
পথ থেকে পথে নামা শব্দের অব্যর্থ উচ্চারণ
রাজপথে শিমুলের রঙমাখা বর্ণমালা
আটই ফাল্গুনে আল্পনা আঁকে
পথ থেকে পথে নামা বাক্যের অবাধ্য রক্তপাত
রাজপথে কুসুমিত কৃষ্ণচূড়াজুড়ে শব্দমালা
 
 
ভাষা আর ভাষা—কথামালা—বাংলা ভাষা—বাঙালি ও বাংলাদেশের—বসন্তকাল—ভাষার বসন্তঋতু—ঋতুরাজ
ভাষাঋতুরাজ—আটই ফাল্গুন—একুশে ফেব্রুয়ারি
সংবাদটি শেয়ার করুন