খেলা ফিচার্ড

ফুটবল সম্রাট পেলে চির বিদায় নিলেন বিশ্বকে কাঁদিয়ে

ফুটবল-সম্রাট-পেলে

দীর্ঘন অসুস্থ ছিলেন। অবশেষে বিশ্বকে কাঁদিয়ে চির বিদায় নিলেন বিশ্ব ফুটবলের সবথেকে বড় সুপারস্টার ফুটবল সম্রাট পেলে । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।

ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের এই সম্রাট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পেলে। অনেক বারই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ার পরেও শেষ পর্যন্ত ভক্তদের মাঝে ফিরে এসেছেন তিনি। কাতার বিশ্বকাপ চলাকালীন যখন পেলে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার আরোগ্য কামনা করতে থাকেন বিশ্বজুড়ে ফুটবল তারকা ও সমর্থকরা।

তারমধ্যেই নজর কেড়েছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের সমর্থকদের আনা ফুটবল সম্রাটের একটি ব্যানার। ওই ব্যানারে দেখা গিয়েছিল, গালের পাশে একটি ফুটবল ধরে আছেন পেলে। মুখে পরিশ্রান্তির হাসি। ব্যানারের ঠিক সামনে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ধরেছিলেন এক ব্রাজিলিয়ান।

তবে শেষ পর্যন্ত চির বিদায় নিলেন ফুটবল সম্রাট পেলে ।

ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ক্যারিয়ারে তিনি জয় করেছেন মোট তিনটি বিশ্বকাপ। বিশ্বের আর কোনও খেলোয়াড়ের এমন রেকর্ড নেই। ১৯৫৮ সাল এবং ১৯৭০ সালের ফাইনালে গোলও করেছিলেন পেলে।

সূত্রঃ মানবজমিন



সংবাদটি শেয়ার করুন