সাহিত্য ও কবিতা

বৈশাখী – খেতাব

বৈশাখী - খেতাব
পুলক বড়ুয়া

বৈশাখী-খেতাব


চলিতেছে চৌদ্দশ’ ছাব্বিশ
করোনা কালের গাড়ি, ওহো, দুহাজার বিশ ।

শুভ রাত্রি
আমরা তো নয়া বছরের জয়যাত্রী ।

আসিতেছে আসিবে আগামীকাল
চিরপ্রিয় নব বাংলা সাল বাংলা সকাল !

এক শুভ শুভ্র কাল !

তোমাকে স্বাগত
ওহে নবাগত
প্রিয়তম
স্বাগতম

ওগো অনন্ত-ভৈরবী
হে প্রিয় বঙ্গীয় রবি
এসো প্রিয় জুমিয়া-বৈসাবি
দুনিয়াপঞ্জির দাবি
এসো অঙ্গে অঙ্গে নব সোহাগ-বাতাস
প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ বাস
উত্তাপ-উচ্ছ্বাস
প্রীতিময় সুখসহবাস,
ইতিকথা নয়, হবে ইতিহাস
অঙ্গ বঙ্গ চৌদ্দশ’ সাতাস

কালবোশেখীর মতো আসছে জবাব
করোনার করোটির জন্যে কালো বৈশাখী-খেতাব
আমাদের হাতে দেবে করতালি
করোনার মুখে চুনকালি
করোনা অকুতোভয় নয়
আমাদের হাতে আছে জয়
নবহর্ষ
এই হোক উপাসনা আজ, শুভ নববর্ষ !

 

 

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =