দেশের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জমায়েত, সরকার বিরোধি ষড়যন্ত্র! ফোনালাপ ফাঁস

ব্রাহ্মণবাড়িয়া জমায়েত

 

ব্রাহ্মণবাড়িয়া জমায়েত, সরকার বিরোধি ষড়যন্ত্র! ফোনালাপ ফাঁস । দেখুন ষড়যন্ত্রের গন্ধ আগেই ছিল, এরা সবসময়ই ফায়দা নেয়ার চেষ্টায় থাকে। এখন থলের বিড়াল বের হতে শুরু করেছে।।

কয়েকদিন ধরেই দেশের গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় তুঙ্গে রয়েছে খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় বিপুল জনসমাগম হওয়ার বিষয়টি। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যেও প্রশাসন কেন জুবায়ের আনসারীর জানাজায় জনস্রোত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেয়নি, সেটি নিয়েই এখন চলছে আলোচনা-সমালোচনা।

গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাসপাড়ায় নিজ বাড়িতে মারা যান মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। সেই রাতেই তার মৃত্যুর সংবাদ মাইকিং করে জানানো হয়। পাশাপাশি ফেসবুকেও প্রচার করা হয়। পরদিন শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় জামিয়া রাহমানিয়া মাদ্রাসা মাঠে জুবায়ের আহমেদ আনসারীর জানাজা অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য এই আলেমের জানাজা জনসমুদ্রে পরিণত হয়! মাঠে জায়গা না হওয়ায় মাদরাসা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার এলাকায় জানাজায় অংশ নেয় মানুষ।

এখন আবার বের হলো নতুন ষড়যন্ত্রের ফোনালাপ। সত্য মিথ্যা তদন্তে বের হয়ে আসবে। তবে সরকার বিরোধি ষড়যন্ত্র যে থেমে নেই তা সহজেই অনুমেয়। কি করে অল্প সময়ে এত মানুষ সমাগম হলো তা ভাবিয়ে তুলছে সরকারকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অনেকেই ওসিকে অব্যাহতি দেওয়া মেনে নিতে পারছেন না! অনেকেই বলছেন থানার কর্তব্যরত পুলিশফোর্সরা বাধা দিলে রক্তারক্তি হবার সম্ভাবনা ছিলো এবং কিছু ঘটলে পুলিশ কিংবা সরকারের ওপর দায়দায়িত্ব এবং দোষীহিসেবে প্রচার চালানো হতো।

https://www.facebook.com/sheikhkadirdulal/videos/2974036475989849/

 

সূত্রঃ Sheikh Kadir Dulal এর ফেসবুক এবং  Bangla Insider  থেকে নেওয়া

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন