ফিচার্ড বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গল থেকে সেলফি পাঠাল চুরং

মঙ্গল থেকে সেলফি
সংগৃহীত ছবি

মঙ্গল থেকে সেলফি পাঠাল চুরং

মঙ্গল গ্রহে পাঠানো চীনের যানচুরংনতুন কয়েকটি ছবি পৃথিবীতে পাঠিয়েছে যেগুলোর মধ্যে একটি সেলফিও রয়েছে। এই রোবট ভ্রামক (রোভার) মে মাসে মঙ্গলে অবতরণ করে। বিবিসির বিজ্ঞান প্রতিনিধি জোনাথন অ্যামোস বলেছেন, চুরং একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রেখে কিছুটা দূরে সরে গিয়ে সেলফিটি তোলে।

চুরংয়ের পাঠানো সবগুলো ছবি শুক্রবার চীনের মহাকাশ সংস্থা প্রকাশ করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, চুরং অন্তত ৯০ মঙ্গল দিবস পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে। ভ্রামকটি দেখতে অনেকটাই ২০০০ দশকে মঙ্গলে পাঠানো নাসার স্পিরিট অপরচুনিটির মতো। এর ভর ২৪০ কেজি। এর লম্বা একটি মাস্তুলে চলাচল ছবি তোলার জন্য ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়া আরও পাঁচটি সরঞ্জাম সংযুক্ত রয়েছে এতে যা মঙ্গলের খনিজ, প্রকৃতি, আবহাওয়া প্রভৃতি বিশ্লেষণ করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরিজোনা মঙ্গলের কক্ষপথ থেকে তোলা

চুরংয়ের একটি রঙিন ছবি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের হাইরাইস নামে ক্যামেরাটি নাসার পাঠানো রিকনেসেন্স অরবিটারে যুক্ত রয়েছে। 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন